Advertisement
০৭ মে ২০২৪
Chachal

তরুণী ও নেতার নাচ ‘ভাইরাল’, বিতর্কও

চাঁচল ১ ব্লকের তৃণমূলের সাধারণ সম্পাদক ছিলেন আলি। মঙ্গলবার কংগ্রেসে যোগ দিয়েই তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন তিনি।

Congress leader dancing with a girl at chachal

নেতার নাচের এই ভিডিয়ো নিয়েই বিতর্ক। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
চাঁচল শেষ আপডেট: ০২ জুন ২০২৩ ০৭:৩১
Share: Save:

মঞ্চে চলছে পেশাদার এক তরুণীর নৃত্য। তাল মিলিয়ে তাঁর সঙ্গে কোমর দুলিয়ে নাচছেন এক ‘নেতা’। পিছনে চেয়ারে বসে হাততালি দিচ্ছেন জেলা পরিষদের সদস্য-সহ অনেকেই। নাচের তালে তালে উড়ছে টাকা। ওই নেতাই ওড়াচ্ছেন টাকা।

মঙ্গলবারই তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন মালদহের চাঁচলের ওই তৃণমূল নেতা আলি হোসেন। ২৪ ঘণ্টা না কাটতেই তাঁর নাচের এমনই ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি আনন্দবাজার) সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ায় শুরু হয়েছে বিতর্কও। দল ছাড়ায় তৃণমূল নেতারাই উদ্দেশ্যপ্রণোদিত ভাবে পুরনো ভিডিয়ো (আনন্দবাজার সত্যতা যাচাই করেনি) সমাজ মাধ্যমে ছড়িয়েছে বলে অভিযোগ কংগ্রেসের। আলির দাবি, ‘‘বিয়ে উপলক্ষে ওটা পারিবারিক অনুষ্ঠান ছিল। কংগ্রেসে যোগ দেওয়ায় বদনাম করতে এ সব তৃণমূলেরই ষড়যন্ত্র।’’

চাঁচল ১ ব্লকের তৃণমূলের সাধারণ সম্পাদক ছিলেন আলি। মঙ্গলবার কংগ্রেসে যোগ দিয়েই তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন তিনি। তার পরে, বুধবার থেকেই ভিডিয়োটি (সত্যতা আনন্দবাজার যাচাই করেনি)সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু করে। মঞ্চের পিছনে বসে হাততালি দিয়ে দেখা যায় জেলা পরিষদের সদস্য সামিউল ইসলামকে। সামিউল অবশ্য বলেন, ‘‘আমন্ত্রণ পেয়ে অনুষ্ঠানে গিয়েছিলাম। মঞ্চে মিনিট খানেক থেকেই বেরিয়ে যাই।’’

উত্তর মালদহের সাংসদ খগেন মুর্মু বলেন, ‘‘তৃণমূলে টিকে থাকতে হলে, এ সব জরুরি। এখন উনি কংগ্রেসে গিয়েছেন। দু’দলই মুদ্রার দুই পিঠ। এমন দলের নেতাদের কাছ থেকে আর কি আশা করা যায়!’’ চাঁচল ১ ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক কাজি আতাউর রহমান বলেন, ‘‘এটাই তৃণমূলের চরিত্র। আলি তৃণমূলে থাকায় কেউ কিছু বলেননি। এখন সেই ভিডিয়ো নিয়ে কংগ্রেসকে কালিমালিপ্ত করতে নোংরা রাজনীতি হচ্ছে।’’ ব্লক তৃণমূলের সহ-সভাপতি অমিতেশ পাণ্ডে বলেন, ‘‘আলির এমন সব আচরণের জন্যই দলের ওর সঙ্গে দূরত্ব বাড়িয়েছিল। তৃণমূলে এ সব চলে না। আর দলের কেউ ওই ভিডিয়ো ভাইরাল করতে যাবে কেন!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Chachal Congress TMC Viral
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE