Advertisement
২৬ এপ্রিল ২০২৪

পরীক্ষার মুখে বক্স, বিতর্কে সাংসদ

মাধ্যমিক পরীক্ষার ঠিক এক দিন আগে বক্স বাজিয়ে সম্মেলন করার অভিযোগ উঠল রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে৷ ওই সম্মেলনের মঞ্চে উপস্থিত হয়ে বক্সে ভাষণ দেওয়ায় বিতর্কে জড়িয়েছেন দলের সাংসদ বিজয়চন্দ্র বর্মনও৷

বক্স: পরীক্ষার আগে বক্স বাজিয়ে সভায় বিতর্ক। নিজস্ব চিত্র

বক্স: পরীক্ষার আগে বক্স বাজিয়ে সভায় বিতর্ক। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ১২ মার্চ ২০১৮ ০২:৪৯
Share: Save:

মাধ্যমিক পরীক্ষার ঠিক এক দিন আগে বক্স বাজিয়ে সম্মেলন করার অভিযোগ উঠল রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে৷ ওই সম্মেলনের মঞ্চে উপস্থিত হয়ে বক্সে ভাষণ দেওয়ায় বিতর্কে জড়িয়েছেন দলের সাংসদ বিজয়চন্দ্র বর্মনও৷ রবিবার জলপাইগুড়ির খড়িয়াতে ঘটনাটি ঘটেছে৷ সাংসদ বিজয়বাবু বলেন, ‘‘সম্মেলনে বক্সের শব্দের মাত্রা একেবারেই কম ছিল৷’’

এ দিন দক্ষিণ পাণ্ডাপাড়ার বটতলা এলাকার একটি মাঠে তৃণমূলের খড়িয়া অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয়৷ সম্মেলনকে ঘিরে প্রথমে এলাকায় একটি মিছিল হয়৷ তারপর শুরু হয় সভা৷ সভায় উপস্থিত কর্মী সমর্থকদের খাওয়ানোর জন্য সেখানে প্রায় দুই হাজার মানুষের রান্নারও আয়োজন করা হয়৷

কিন্তু বিতর্ক দানা বাধে সভাকে ঘিরে৷ অভিযোগ, মাধ্যমিক পরীক্ষার একদিন আগে ওই সম্মেলনে একাধিক বক্স লাগিয়ে সভা করা হয়৷ সভায় উপস্থিত থেকে বক্সে ভাষণ দেন খোদ জলপাইগুড়ির সাংসদ তথা তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি বিজয়চন্দ্র বর্মন৷ দলের জেলা সভাপতি সৌরভ চক্রবর্তীরও সম্মেলনে যাওয়া কথা ছিল৷ কিন্তু তৃণমূল সূত্রের খবর, সম্মেলনে বক্স বাজানো হচ্ছে জেনে শেষ মুহূর্তে সেখানে যাওয়া বাতিল করেন তিনি৷ এমনকী, এলাকার নেতাদেরও ফোনে নির্দেশ দেন, মাধ্যমিক পরীক্ষার একদিন আগে বক্স বেধে সম্মেলনের বদলে একটি মিছিল করেই কর্মসূচি শেষ করে দিতে৷ কিন্তু শেষ পর্যন্ত তা অবশ্য হয়নি৷ যদিও বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করা হলে সৌরভবাবু বলেন, ‘‘ময়নাগুড়িতে দলীয় কর্মী আক্রান্ত হওয়ার ঘটনায় ব্যস্ত থাকার জন্যই তিনি সম্মেলনে যাননি৷’’

মাধ্যমিক পরীক্ষার একদিন আগে এভাবে বক্স বাজিয়ে সম্মেলন করার কড়া সমালোচনা করেছে বিরোধীরা৷ বিজেপির উত্তরবঙ্গের সহকারী আহ্বায়ক দীপেন প্রামাণিক বলেন, সরকারে থেকেও যে একটা দল আইন মানে না তা একমাত্র তৃণমূলকে দেখেই জানা যায়৷ তবে তৃণমূলের খড়িয়া অঞ্চল সভাপতি সুভাষ চন্দ বলেন, ‘‘যা শুনতে পাচ্ছি, উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষে হয়ে গেলেই হয়তো পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হয়ে যাবে৷ তাই এদিন সম্মেলন না করে কোনও উপায় ছিল না৷ এ দিন বক্স একেবারই কম শব্দে চালানো হয়েছে৷ মাঠের বাইরে শব্দ যায়নি৷’’ তাঁর দাবি, ‘‘তা ছাড়া যেখানে সম্মেলন হয়েছে, তার আশপাশে কোনও মাধ্যমিক পরীক্ষার্থীও নেই৷ তাই কারও সমস্যা হওয়া উচিত নয়৷’’

জেলা পুলিশের এক কর্তা বলেন, বিষয়টি নিয়ে কেউ কোনও অভিযোগ করেনি৷ অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE