Advertisement
২৭ এপ্রিল ২০২৪

তৃণমূল নেতার পোস্ট ঘিরে বিতর্ক

দলীয় নেতাদের বিরুদ্ধে সোশাল মিডিয়ায় মন্তব্য করে বিতর্কে জড়ালেন তৃণমূলের জেলা শিক্ষা সেলের এক নেতা। মঙ্গলবার রাত ১১টা নাগাদ নকশালবাড়ি ব্লকের শিক্ষা সেলের আহ্বায়ক নীতিশ ঘোষ নিজের ফেসবুকে একটি পোস্ট করেন।

বিতর্কিত: নকশালবাড়ি ব্লকের শিক্ষা সেলের আহ্বায়কের এই পোস্ট নিয়েই বিতর্ক। নিজস্ব চিত্র

বিতর্কিত: নকশালবাড়ি ব্লকের শিক্ষা সেলের আহ্বায়কের এই পোস্ট নিয়েই বিতর্ক। নিজস্ব চিত্র

কৌশিক চৌধুরী
শিলিগুড়ি শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৭ ০২:১৭
Share: Save:

দলীয় নেতাদের বিরুদ্ধে সোশাল মিডিয়ায় মন্তব্য করে বিতর্কে জড়ালেন তৃণমূলের জেলা শিক্ষা সেলের এক নেতা। মঙ্গলবার রাত ১১টা নাগাদ নকশালবাড়ি ব্লকের শিক্ষা সেলের আহ্বায়ক নীতিশ ঘোষ নিজের ফেসবুকে একটি পোস্ট করেন। তাতে তিনি লেখেন, ‘নকশালবাড়িতে টিএমসি পার্টিতে শিক্ষকদের কোনও মূল্য নেই, জমির দালালদের মূল্য অনেক বেশি।’ দলীয় সূত্রের খবর, নীতিশবাবু হাতিঘিসা স্কুলের শিক্ষক। ব্লকের শিক্ষা সেলের আহ্বায়কও। এ ছাড়াও হাতিঘিসা হিন্দি কলেজ পরিচালন কমিটিতেও আছেন। তাঁর ওই পোস্টকে ঘিরে নকশালবাড়ি তো বটেই দলীয় শিক্ষা সেলে আলোড়ন পড়ে যায়। কেন, কোন পরিপ্রেক্ষিতে এমন কথা লিখেছেন তা নিয়ে আলোচনা চলতে থাকে। খবর পৌঁছে যায় কলকাতায় থাকা রাজ্যের পর্যটন মন্ত্রী তথা দলের জেলা সভাপতি গৌতম দেবে’র কাছেও। গৌতমবাবু বলেন, ‘‘বিষয়টি দলীয় স্তরে দেখা হবে। উনি কেন এমন লিখলেন তা জানতে হবে।’’

তৃণমূল সূত্রের খবর, মহকুমার নকশালবাড়ি ব্লকের নেতাদের কয়েকজনের বিরুদ্ধে জমির কারবারের সঙ্গে জড়ানোর অভিযোগ নিয়ে দলের অন্দরে আলোচনা চলছে। সম্প্রতি ব্লকের দুই নেতার বিরুদ্ধে এক রাইস মিলের মালিকপক্ষ নকশালবাড়ি থানায় জমি দখলের অভিযোগ করেন। কিছুদিন আগে দয়ারামজোত, নেহালজোত, মেচির চর ও হাতিঘিসার পাঁচটি অঞ্চলে জমি দখল, কেনা-বেচার অভিযোগ ওঠে। বেশ কয়েকটি ক্ষেত্রে দলের ছোটবড় নেতাদের নামও জড়ায়।

দলের ব্লকের বিভিন্ন স্তর থেকে বিস্তর অভিযোগ জেলা স্তর পর্যন্ত পৌঁছেছে। ওই শিক্ষক নেতা আগে ব্লক কমিটির গুরুত্বপূর্ণ পদে থাকলেও এবার তিনি নেই বলে ব্লকের নেতারাই জানিয়েছেন। তাঁর পাশে দাঁড়িয়ে ব্লকের কয়েকজন নেতা জানান, সম্প্রতি তিনি দলীয় দফতরে গিয়ে এ সব বন্ধ করার পক্ষে সওয়াল করেন। নীতিশবাবু বলেন, ‘‘যা বলার প্রয়োজনে নেতাদের বলব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Facebook Post TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE