Advertisement
২৫ এপ্রিল ২০২৪

চা বাগানে আটকে পড়া হাতির দল দেখতে ভিড়

জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের কিলকোট চা বাগানের ঘটনা।

চা বাগানে হাতি। নিজস্ব চিত্র।

চা বাগানে হাতি। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
চাপড়ামারি শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২১ ১৬:৫৫
Share: Save:

সাতসকালে চা বাগানে আটকে থাকা হাতির দল দেখতে মানুষের ভিড় উপচে পড়ল। জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের কিলকোট চা বাগানের ঘটনা।

জানা গিয়েছে, শনিবার সকালে সংলগ্ন চাপড়ামারি জঙ্গল থেকে তিনটি হাতির একটি দল কিলকোট চা বাগানের ৯ নম্বরের কার্গিল সেকশনে আটকে পড়ে। চা বাগানে হাতির দল আটকে পড়ার খবর চাউর হতেই মানুষের ভিড় উপচে পরে এলাকায়। প্রায় সাড়ে ৯টা নাগাদ একটি হাতি বাগানের ৫ নম্বর সেকসন হয়ে মূর্তি নদী পেরিয়ে চাপড়ামারি জঙ্গলে ঢুকে যায়। দু’টি হাতি বাগানের ১৩ নম্বর ও ১৪ নম্বর সেকশন হয়ে কিলকোট ও ইনডং চা বাগান লাগোয়া কুর্তি নদীর কাছে আটকে পড়ে।

খবর পেয়ে এ দিন সকালে বাগানে যান খুনিয়া বনকর্মী স্কোয়াডের কর্মীরা। তাঁরা হাতির দলের উপর নজর রাখছেন। জানা গিয়েছে, হাতিগুলিকে চাপড়ামারি জঙ্গলে ফেরানোর চেষ্টা করছেন বনকর্মীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tea Garden
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE