Advertisement
১৯ মে ২০২৪

ফের বন্যায় মারা গেল এক শিশু

ফের বন্যাজনিত কারণে মালদহে মৃত্যু হল এক শিশুর। শনিবার দুপুরে কালিয়াচক ৩ ব্লকের পারদেওনাপুর-শোভাপুর পঞ্চায়েতের শোভাপুর গ্রামে জলে ডুবে মারা যায় আজমল শেখ (৮)। তার বাবা সাবেদ আলি জানিয়েছেন, এ দিন দুপুরে বাড়ির সামনেই রাস্তায় আচমকা জলের তোড়ে ভেসে যায় আজমল।

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৬ ০১:৩৫
Share: Save:

ফের বন্যাজনিত কারণে মালদহে মৃত্যু হল এক শিশুর। শনিবার দুপুরে কালিয়াচক ৩ ব্লকের পারদেওনাপুর-শোভাপুর পঞ্চায়েতের শোভাপুর গ্রামে জলে ডুবে মারা যায় আজমল শেখ (৮)। তার বাবা সাবেদ আলি জানিয়েছেন, এ দিন দুপুরে বাড়ির সামনেই রাস্তায় আচমকা জলের তোড়ে ভেসে যায় আজমল। এ নিয়ে গত চারদিনে জেলায় বন্যার কারণে তিনটি শিশু মারা গেল। এ দিন জলমগ্ন এলাকাগুলির বাসিন্দাদের মধ্যে ত্রাণ বিলি করেছে প্রশাসনের লোকজন। নামানো হয়েছে এনডিআরএফকেও। এ দিন বন্যা কবলিত জোতপাট্টা ও উত্তর চণ্ডিপুর এলাকা পরিদর্শনে যান জেলা পরিষদের সভাধিপতি সরলা মুর্মু। এ দিনও গঙ্গার জল বেড়েছে। সন্ধ্যে ৬টায় গঙ্গার জলস্তর ছিল ২৫.৭৮ মিটার, যা চরম বিপদসীমার চেয়ে ৪৮ সেন্টিমিটার বেশি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

flood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE