Advertisement
E-Paper

ফের বন্যায় মারা গেল এক শিশু

ফের বন্যাজনিত কারণে মালদহে মৃত্যু হল এক শিশুর। শনিবার দুপুরে কালিয়াচক ৩ ব্লকের পারদেওনাপুর-শোভাপুর পঞ্চায়েতের শোভাপুর গ্রামে জলে ডুবে মারা যায় আজমল শেখ (৮)। তার বাবা সাবেদ আলি জানিয়েছেন, এ দিন দুপুরে বাড়ির সামনেই রাস্তায় আচমকা জলের তোড়ে ভেসে যায় আজমল।

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৬ ০১:৩৫

ফের বন্যাজনিত কারণে মালদহে মৃত্যু হল এক শিশুর। শনিবার দুপুরে কালিয়াচক ৩ ব্লকের পারদেওনাপুর-শোভাপুর পঞ্চায়েতের শোভাপুর গ্রামে জলে ডুবে মারা যায় আজমল শেখ (৮)। তার বাবা সাবেদ আলি জানিয়েছেন, এ দিন দুপুরে বাড়ির সামনেই রাস্তায় আচমকা জলের তোড়ে ভেসে যায় আজমল। এ নিয়ে গত চারদিনে জেলায় বন্যার কারণে তিনটি শিশু মারা গেল। এ দিন জলমগ্ন এলাকাগুলির বাসিন্দাদের মধ্যে ত্রাণ বিলি করেছে প্রশাসনের লোকজন। নামানো হয়েছে এনডিআরএফকেও। এ দিন বন্যা কবলিত জোতপাট্টা ও উত্তর চণ্ডিপুর এলাকা পরিদর্শনে যান জেলা পরিষদের সভাধিপতি সরলা মুর্মু। এ দিনও গঙ্গার জল বেড়েছে। সন্ধ্যে ৬টায় গঙ্গার জলস্তর ছিল ২৫.৭৮ মিটার, যা চরম বিপদসীমার চেয়ে ৪৮ সেন্টিমিটার বেশি।

flood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy