আস্ত একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রাতারাতি গায়েব হয়ে যাওয়ার ঘটনার তদন্ত শুরু করল জেলা প্রশাসন। জেলা শিক্ষা দফতরের পরিদর্শক সুনীত সাঁপুয়ের চিঠি লিখে আগেই অভিযোগ জানান। এর পরেই তদন্তের নির্দেশ দিয়েছেন জেলাশাসক রাজর্ষি মিত্র। জানা গিয়েছে, ইংরেজবাজার পুরসভা ও ভূমি ও ভূমি সংস্কার দফতর আলাদা আলাদা ভাবে তদন্ত চালাবে। দু'টি রিপোর্ট মেলার পর ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
প্রসঙ্গত, মালদহ শহরের ১০ নম্বর ওয়ার্ডের কালীতলা এলাকায় এই স্কুল ভাঙা হয়েছে। স্কুল ভেঙে পড়ার খবর শিক্ষকরা জেলা স্কুল পরিদর্শককে জানান। এর পরে পরিদর্শক ইংরেজবাজার থানায় পুরো ঘটনা জানিয়ে অভিযোগ করেন। তবে এমন কাণ্ড কী করে ঘটল তা নিয়ে তিনি কোনও মন্তব্য করতে চাননি। ফলে গোটা ঘটনা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। এর পিছনে প্রমোটাররাজের গন্ধও পাচ্ছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।
জেলা প্রাথমিক বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, কালীতলা এলাকায় প্রায় তিন কাঠা জমির উপরে ছাত্রবন্ধু প্রাথমিক স্কুলটি। প্রায় ৬১ বছরের পুরনো স্কুলে বর্তমানে ৪০ জন ছাত্র-ছাত্রী রয়েছে। শিক্ষক-শিক্ষিকা রয়েছেন ২ জন। লকডাউন থেকে স্কুলটি বন্ধ ছিল। স্বাভাবিকভাবে স্কুলে কারও যাতায়াত ছিল না বললেই চলে। হঠাৎ করে স্কুলটি কে বা কারা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে, তা নিয়ে এখন বিস্তর অভিযোগ উঠেছে।