Advertisement
E-Paper

ধীরগতিতে কাজ কেন, ক্ষুব্ধ মন্ত্রী

চলতি আর্থিক বছরে মালদহ জেলায় অনুমোদন দেওয়া ২২টি উন্নয়ন কাজের মধ্যে কোনওটা এগিয়েছে মাত্র পাঁচ শতাংশ, কোনওটা বা আট শতাংশ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মার্চ ২০১৮ ০২:৩৬
উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

ভোট দোরগোড়ায়। কিন্তু উন্নয়ন-কাজ শেষ হতে অনেক বাকি। তাই ক্ষুব্ধ মন্ত্রী নির্দেশ দিয়েছেন কাজ দ্রুত শেষ করার।

চলতি আর্থিক বছরে মালদহ জেলায় অনুমোদন দেওয়া ২২টি উন্নয়ন কাজের মধ্যে কোনওটা এগিয়েছে মাত্র পাঁচ শতাংশ, কোনওটা বা আট শতাংশ। কোনও কাজ শুরুই হয়নি, শুধু টেন্ডার ঝুলেছে। শেষ হয়েছে মাত্র একটি কাজ। এমনই অবস্থা মালদহ জেলায় উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের কাজের। পঞ্চায়েত ভোট যখন কড়া নাড়ছে, তার আগে কাজের এই অগ্রগতি নিয়ে ক্ষুব্ধ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। সূত্রের খবর, আধিকারিকদের ডেকে দ্রুত কাজগুলি শেষ করার নির্দেশও দিয়েছেন তিনি।

উত্তরবঙ্গ উন্নয়ন দফতর সূত্রে জানা গিয়েছে, ২০১৭-১৮ আর্থিক বছরে দফতরের তরফে মালদহ জেলায় ২২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। বরাদ্দ করা হয় ৫৬ কোটি ৬৬ লক্ষ ৯২ হাজার ৮৭৭ টাকা। এই আর্থিক বছরের আর মাত্র এক মাস বাকি থাকলেও এই জেলায় কাজের অগ্রগতি খুবই কম বলে জানা গিয়েছে। যেমন কালিয়াচক ২ ব্লকে হাইবাটোলা লালুটোলা থেকে তিথিপাড়া মুশিটোলা হয়ে পুরাতন পটলডাঙা পর্যন্ত একটি সিমেন্টের ঢালাই রাস্তার জন্য ২ কোটি ২ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত কাজ শেষ হয়েছে মাত্র ৫ শতাংশ। ইংরেজবাজার শহরে পথবাতিগুলিতে এলইডি লাইট লাগানোর জন্য একটি স্কিমে বরাদ্দ হয়েছে ৭৮ লক্ষ ৯৬ হাজার টাকা। সেই কাজেও অগ্রগতি হয়েছে মাত্র ৫ শতাংশ। শহরে এলইডি লাইটের আরও একটি স্কিমে ৮০ লক্ষ ৩৭ হাজার টাকা বরাদ্দ দেওয়া হলেও সেই কাজ শুরুই হয়নি। শুধু ওয়ার্ক অর্ডার বেরিয়েছে।

কেবল শহরই নয়, কাজ নিয়ে ক্ষোভ গ্রামাঞ্চলেও। হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের নয়াতালা মসজিদ থেকে বিশাকালী সেতু পর্যন্ত রাস্তার কাজে ২ কোটি ৪৬ লক্ষ টাকা বরাদ্দের মধ্যে কাজ হয়েছে মাত্র ৮ শতাংশ। ১ কোটি ৬২ লক্ষ টাকা খরচে ইংরেজবাজার শহরের বৃন্দাবনী ময়দান আলোকিত করার প্রকল্প বা রতুয়া ২ ব্লকে ৮৫ লক্ষ ৫৬ হাজার টাকা খরচে গোবরজনা বাসস্ট্যান্ড থেকে পুখুরিয়া মোড় পর্যন্ত রাস্তাটির কাজের মতো বেশ কিছু কাজের শুধুমাত্র টেন্ডার ঝুলেছে।

তবে জেলাশাসকের দফতরে দেওয়া ১০৭টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজ এগিয়েছে কোথাও ৩০ বা কোথাও ৪০ শতাংশ। শেষ হয়েছে শুধু ২ লক্ষ ৭০ হাজার টাকা খরচে হরিশ্চন্দ্রপুর কলেজে ১১ কেভি বৈদ্যুতিক সংযোগ স্থানান্তরের কাজটি। মালদহ জেলায় দফতরের উন্নয়ন কাজের এমন ‘অগ্রগতি’ জেনে ক্ষুব্ধ রবিবাবু। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মালদহ সফরের সময়েই ২০ ফেব্রুয়ারি তিনি মালদহে এসেছিলেন। দফতরের আধিকারিকদের ডেকে নিয়ে কাজের অগ্রগতি নিয়ে তিনি পর্যালোচনাও করেন।

ভোটের আগে বলে এমন ‘তৎপরতার’ কথা অবশ্য মানতে চাননি রবিবাবু। তাঁর কথায়, ‘‘পঞ্চায়েত ভোটের সঙ্গে কাজের কোনও সম্পর্ক নেই। কিন্তু সময়ের কাজ সময়ে শেষ করতে হবে। আধিকারিকদের সে কথা জানানো হয়েছে।’’

Rabindranath Ghosh Development works
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy