Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Dhoopguri

সাত সকালে মাঠে হাজির বিধায়ক, জনসংযোগ বাড়াতে খোঁজ নিলেন সব্জির দামের

মিতালি পরে বলেন, “মাঠের সমস্যার কথা খেলোয়াড়রা আগেই জানিয়েছিলেন। তাই নিজের চোখে সেই সব বিষয় দেখার জন্য আমি সকাল সকাল মাঠে এসেছি। যে সমস্যার কথা খেলোয়াড়রা জানালেন, সেগুলি সমাধান করার চেষ্টা করছি।”

খেলার মাঠে বিধায়ক। নিজস্ব চিত্র।

খেলার মাঠে বিধায়ক। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২১ ১৭:২৪
Share: Save:

দুয়ারে সরকারের পর এবার 'দুয়ারে বিধায়ক', কার্যত এই স্লোগান তুলে ধূপগুড়ির তৃণমূল বিধায়ক মিতালি রায় এবং তাঁর সহকর্মীরা সকাল থেকেই নেমে পড়লেন মাঠে। জনসংযোগ বাড়াতে অনুগামীদের নিয়ে রবিবার সকাল সকাল বাজার, খেলার মাঠে পৌঁছে গেলেন মিতালি। আর এলাকার বিধায়ককে কাছে পেয়ে নিজেদের সমস্যার কথা তুলে ধরলেন সাধারণ মানুষ থেকে মাঠে খেলতে আসা কিশোর কিশোরীরাও।

বিজেপির চায়ে পে চর্চা-র পাল্টা হিসাবে এবার সাতসকালে খেলার মাঠে জনসংযোগে নামলেন মিতালি। একে দুয়ারে সরকারের পাশাপাশি এবার 'দুয়ারে বিধায়ক' কর্মসূচি বলে দাবি করলেন তাঁর অনুগামীরা। সকালে ধূপগুড়ি বাজারে শাকসব্জির দাম সম্পর্কে খোঁজ খবর নিলেন। এমনকি মাঠে শরীরচর্চা করতে আসা মানুষজনের সঙ্গে কথা বলেন মিতালি।

আর সকালে বিধায়ককে কাছে পেয়ে পুরসভার বিরুদ্ধে কার্যত ক্ষোভ উগরে দিলেন মাঠে অনুশীলন করতে আসা খেলোয়াড়রা। খেলোয়াড়দের দাবি, মাঠে পোশাক পরিবর্তনের কোনও ঘর নেই। নেই পানীয় জলের ব্যবস্থা। স্নানাগার শৌচালয় কিছুই নেই এখানে। ফলে রোজ তাঁদের সমস্যায় পড়তে হয়। এই সব সমস্যার যাতে দ্রুত সমাধান করা হয়, সে বিষয়ে দাবি জানান খেলোয়াড়রা।

মিতালি পরে বলেন, “মাঠের সমস্যার কথা খেলোয়াড়রা আগেই জানিয়েছিলেন। তাই নিজের চোখে সেই সব বিষয় দেখার জন্য আমি সকাল সকাল মাঠে এসেছি। যে সমস্যার কথা খেলোয়াড়রা জানালেন, সেগুলি সমাধান করার চেষ্টা করছি।”

মাঠ থেকে বেরিয়ে বিধায়ক ধূপগুড়ি বাজারের ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেন। তাঁদের সমস্যা এবং সব্জির বাজার দরের খোঁজ খবর নেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dhoopguri MLA tmc
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE