Advertisement
E-Paper

মরণ-বাঁচন ম্যাচে পিফা-মহমেডান

এখন সবকটি ম্যাচই মরণ-বাঁচন মহমেডান স্পোর্টিং ও ইউনাইটেড স্পোর্টসের কাছে। এই অবস্থায় আজ সকালে রানিডাঙার এসএসবি ময়দানে প্রতিযোগিতার সবচেয়ে দুর্বল দল পিফা স্পোর্টসের বিরুদ্ধে খেলতে নামছে মহমেডান। একই সময়ে ইউনাইটেড মুখোমুখি হচ্ছে কেনকার স্পোর্টসের বিরুদ্ধে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে।

সংগ্রাম সিংহ রায়

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৫ ০২:২৮

এখন সবকটি ম্যাচই মরণ-বাঁচন মহমেডান স্পোর্টিং ও ইউনাইটেড স্পোর্টসের কাছে। এই অবস্থায় আজ সকালে রানিডাঙার এসএসবি ময়দানে প্রতিযোগিতার সবচেয়ে দুর্বল দল পিফা স্পোর্টসের বিরুদ্ধে খেলতে নামছে মহমেডান। একই সময়ে ইউনাইটেড মুখোমুখি হচ্ছে কেনকার স্পোর্টসের বিরুদ্ধে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। দু’দলের কাছেই জয় ছাড়়া অন্য কোনও পথ নেই। মহমেডানের পক্ষে অবশ্য অসুবিধাটা সঠিক সময়ে ক্লিক করতে না পারা বলে মনে করছেন কোচ থেকে কর্মকর্তা ও খেলোয়াড়় সকলেই। এই বিশ্বাসটাই খেলোয়াড়়দের মধ্যে ঢোকানোর চেষ্টা করে যাচ্ছেন সকলে মিলে। ইউনাইটেড খেলোয়াড়়রা প্রথম ম্যাচে মহমেডানের বিরুদ্ধে প্রথমার্ধে যে দাপটে খেলেছিলেন, দ্বিতীয়ার্ধে সেই যে ফর্ম হারিয়েছেন তাঁরা, তারপর থেকে প্রতি ম্যাচে বিপক্ষের গোল সংখ্যা ক্রমশ বাড়়ছে, যা নিয়ে বেশ চিন্তিত দলের থিঙ্কট্যাঙ্ক।

প্রতিযোগিতার কেবল মাত্র তিনটি করে ম্যাচ হয়েছে। আজ জিতলে লিগ তালিকায় ফের ভদ্রস্থ জায়গায় চলে যেতে পারেন, এই ভাবনা রয়েছে। এদিন বিকেলে মহমেডান কোচ সহ টিম ম্যানেজার ও সহকারী কোচ রানীডাঙ্গার মাঠ দেখতে গিয়েছিলেন। আগের দিন কোচ অনন্ত ঘোষ মাঠ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন। এ দিন অবশ্য মাঠ দেখে তাঁকে অনেকটা আশ্বস্ত দেখাচ্ছিল। তিনি নিজ মুখেই সে কথা বলেন। তিনি বলেন, ‘‘মাঠটি চওড়়ায় কিছুটা কম হলেও মাঠের অবস্থা বেশ ভাল। আশাকরি ভাল ফুটবল খেলবে ছেলেরা।’’ ছেলেদের অলআউট আক্রমণের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘‘ছেলেদের বলেছি ২ গোলে পিছিয়ে থাকলে যে মানসিক অবস্থা থাকে সেভাবে খেলা শুরু করতে।’’ মরীয়া না হলে আর চলছে না বলে মত কোচের। পিফা দুর্বল হলেও তাদের হালকাভাবে নিতে নারাজ মহমেডান।

আজ আরও দুটি খেলা রয়েছে। বিকেলে কাঞ্চনজঙ্ঘায় মুখোমুখি হবে হিন্দুস্তান ফুটবল ক্লাব ও আইজল এফসি। একই সময়ে রানীডাঙ্গায় মুখোমুখি হবে চানমারি ফুটবল ক্লাবও লোনস্টার কাশ্মীর।

mohammedan sporting pifa do or die match kanchanjungha stadium siliguri football
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy