Advertisement
১৩ অক্টোবর ২০২৪
Shooting

ছোট ভাইকে বন্দুক উঁচিয়ে গুলি দাদার! আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করানো হল মালদহের হাসপাতালে

ঠিক কী কারণে গুলি চলেছে এবং অভিযুক্ত কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেয়েছেন, সে সব খতিয়ে দেখছেন তদন্তকারীরা। গুলিবিদ্ধ প্রৌঢ়কে ভর্তি করানো হয়েছে মালদহ মেডিক্যাল কলেজে।

pistol

—প্রতীকী চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
রতুয়া শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৫৩
Share: Save:

পারিবারিক অশান্তিতে ভাইকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। শুক্রবার মালদহের রতুয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, গুলিবিদ্ধ প্রৌঢ়ের নাম শেখ মোস্তাক। ৪৫ বছরের ওই প্রৌঢ়কে তাঁর দাদা শেখ গেনা গুলি করেন বলে অভিযোগ। বিকেলে মালদহের রতুয়া থানার বাহারালের উত্তর সাহাপুর এলাকার এই ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

ঠিক কী কারণে গুলি চলেছে এবং অভিযুক্ত কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেয়েছেন, সে সব খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অন্য দিকে, গুলিবিদ্ধ ওই প্রৌঢ়কে নিয়ে যাওয়া হয়েছে মালদহ মেডিক্যাল কলেজে। তাঁর শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক বলে পরিবার সূত্রে খবর।

অন্য বিষয়গুলি:

Shooting Malda Malda Medical College & Hospital
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE