Advertisement
E-Paper

বইমেলার আড্ডায় সাংসদ থেকে পুলিশ, সবাই প্রেমিক

সাংসদ, জেলাশাসক থেকে পুলিশ সুপার—শীতের সন্ধেয় কমবেশি প্রেমে মজলেন সকলেই। শনিবার বালুরঘাটের বইমেলা প্রাঙ্গণে আয়োজিত ২১তম জেলা বইমেলার খোলা আড্ডার বিষয় ছিল “প্রেম পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত রসের অবদান ছাড়া কিছু নয়। বোকারাই প্রেম করে”।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০১৭ ০২:৩৮

সাংসদ, জেলাশাসক থেকে পুলিশ সুপার—শীতের সন্ধেয় কমবেশি প্রেমে মজলেন সকলেই। শনিবার বালুরঘাটের বইমেলা প্রাঙ্গণে আয়োজিত ২১তম জেলা বইমেলার খোলা আড্ডার বিষয় ছিল “প্রেম পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত রসের অবদান ছাড়া কিছু নয়। বোকারাই প্রেম করে”। এমন বিষয়বস্তু প্রস্তাব করে প্রথম দিনের আড্ডাতেই সোজা ব্যাটে একেবারে ছক্কা হাঁকিয়েছেন খোদ জেলা পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায়।

পুলিশ সুপার তাঁর এই ভাবনার কথা তুলতে ধরতেই তা এক ফুঁয়ে উড়িয়ে দিলেন সাংসদ অর্পিতা ঘোষ। তাঁর উত্তর, পিটুইটারি নিঃসৃত রসের বৈজ্ঞানিক ব্যাখ্যা এই আড্ডায় জানার উপায় নেই। ফলে প্রেম শুধু গ্রন্থির নির্দেশ মেনেই চলে, তা মানি না। তা ছাড়া বোকারাই প্রেমে পড়ে, এ কথার কোনও মানে হয় না।

শুধু তাই নয়, নেট দুনিয়ার হাত ধরে প্রেমের ধরন যতই বদলাক, প্রেম কার্যত এক জনের সঙ্গেই হয়। গার্লস কলেজের ইংরেজি শিক্ষিকা শ্রেয়সী দত্ত এ কথা ঘোষণা করে উঠতেই সঙ্গে সঙ্গে তীব্র আপত্তি জানিয়ে ওঠেন অতিরিক্ত জেলাশাসক অমলকান্তি রায়। তাঁর যুক্তি, প্রেম জীবনভর থাকে। শুধু সময়ের সঙ্গে পাত্রপাত্রী বদলে যায়। আজ যার সঙ্গে প্রেম, কাল তা অন্যের সঙ্গেই হতেই পারে।

মাঠে কথা পড়া মাত্রই বিরোধিতায় রে রে করে ওঠেন গ্যালারিতে বসা গৃহবধূ ও তরুণীরা। এক কলেজ ছাত্রীর অনুভূতি, বারবার নয়। একজনের সঙ্গেই প্রেম হয়। আবার তিনি একই সঙ্গে এটাও যোগ করেন, ফেসবুকে কারও পোস্টে লাইক দেওয়া মানেই তাকে প্রেমের প্রস্তাব দেওয়া নয়।

আড্ডায় অতিরিক্ত মাত্রা যোগ করে স্কুলশিক্ষক তুহিনশুভ্র মণ্ডল এবং কলেজ শিক্ষক দেবরাজ রায়চৌধুরীর বুদ্ধিদীপ্ত সঞ্চালনা। টানা দু’ঘণ্টার আড্ডায় বোঝাই গেল না, সাংসদ, জেলাশাসক, পুলিশ সুপার, মহকুমাশাসকেরা এই আলোচনার হাত ধরে কখন দর্শকদের পাশের বাড়ির দাদা, দিদি ও বন্ধু হয়ে উঠেছেন। সাত দিন ব্যাপী বইমেলা এই একাত্মতার আবহে প্রথম দিনেই সার্থকতা পেল বলে মনে করছেন বইমেলা কমিটির সম্পাদক বিপ্লব খাঁ।

বই পড়ার প্রয়োজনীয়তা থেকে রোজ বিভিন্ন বিষয় নিয়ে বইমেলার আড্ডা-আলোচনা বইপ্রেমীদের আকর্ষণ বাড়াচ্ছে। জমে উঠেছে বালুরঘাটে ২১তম জেলা বইমেলা।

Book fair
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy