বাথরুমে ঢুকলে নাকি ভূতের হাতের ছাপ দেখা যায়। এক ছাত্রীর তেমনই অভিজ্ঞতা। আর এক ছাত্রী জানিয়েছে, চারটে লোক নাকি বাথরুমে তার গলা টিপতে এসেছিল!
এই সব ঘটনার কথা ডালপালা বিস্তার করে ভূতের ভয় তৈরি করেছে জলপাইগুড়ি সদর ব্লকের কোনকাপরি এলাকার স্কুল পড়ুয়াদের মধ্যে। শহর থেকে ১২ কিলোমিটার দূরের বিবেকানন্দ হাইস্কুল। সেখানে এত দিন ভূত আর জিনের ভয়ে কাঁটা হয়েছিল ছাত্রছাত্রীরা। পরিবেশ এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে, কয়েক জনের পরিবার ওঝা, কবিরাজের কাছে পর্যন্ত যাওয়ার কথা ভাবতে শুরু করেন। পড়াশোনা লাটে ওঠার জোগাড়।
এই পরিস্থিতি সামলাতে কুসংস্কার দূর করার লক্ষ্যে সচেতনতা শিবির করলেন মনরোগ বিশেষজ্ঞ ও বিজ্ঞান মঞ্চের লোকজনেরা। হাজির ছিলেন মনরোগ বিশেষজ্ঞ স্বস্তিশোভন চৌধুরী, পশ্চিমবঙ্গের বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক পার্থসারথি চক্রবর্তী-সহ অন্যরা।