Advertisement
E-Paper

আশ্বাস ও আশার উৎসব

সরস্বতী পুজোর মুখে ‘ভলগা থেকে গঙ্গা’র লেখক রাহুল সাংকৃত্যায়নের পুত্র অধ্যাপক জেতা সাংকৃত্যায়নের সঙ্গে আলোচনায় অনিতা দত্ত। প্রশ্ন: রাহুল সাংকৃত্যায়ন সরস্বতী বলতে কী বুঝতেন? জেতা: ছোটবেলার কথা মনে নেই, তবে বাবার লেখা পড়ে আর মায়ের (কমলা সাংকৃত্যায়ন) কাছ থেকে শুনেছি আমাদের পূর্বপুরুষরা ছিলেন সারস্বত ব্রাহ্মণ। এই ইতিহাসটা জানা দরকার। সরস্বতী নদীর উপত্যকায় পূর্বপুরুষরা বাস করতেন।

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৭ ০১:৩৮

প্রশ্ন: রাহুল সাংকৃত্যায়ন সরস্বতী বলতে কী বুঝতেন?

জেতা: ছোটবেলার কথা মনে নেই, তবে বাবার লেখা পড়ে আর মায়ের (কমলা সাংকৃত্যায়ন) কাছ থেকে শুনেছি আমাদের পূর্বপুরুষরা ছিলেন সারস্বত ব্রাহ্মণ। এই ইতিহাসটা জানা দরকার। সরস্বতী নদীর উপত্যকায় পূর্বপুরুষরা বাস করতেন। সরস্বতী যখন শুকিয়ে যায়, তখন তাঁরা কেউ পূর্বে, কেউ দক্ষিণে চলে যান। ভারতে সারস্বত ব্রাহ্মণদের খুঁজে পাওয়া যায় কর্নাটক, বেঙ্গালুরু এবং উত্তরপ্রদেশের পুব দিকে। সরস্বতী পুজোর সঙ্গে এই সারস্বত পূর্বপুরুষরা যেন একাত্ম হয়ে যায়। আমরাও জন্মার্জিত ভাবে একাত্ম হই। সর অর্থে সারাংশ, স্বতী মানে স্বতঃ অর্থাৎ যা স্বতঃসিদ্ধ। একটা নদী যার মধ্যে সাহিত্য, সংস্কৃতি, সঙ্গীত সবই রয়েছে। বাবার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন সূর্যকান্ত ত্রিপাঠী নিরালা। তাঁর লেখা একটি বিখ্যাত হিন্দি কবিতা ‘বীণাবাদিনী বরদে’। স্বাধীনতা সংগ্রামের সময়ে লেখা। কবিতাটি স্বাধীনতা সংগ্রামীদের খুব উদ্বুদ্ধ করেছিল। কবিতাটির মূল কথা ছিল: তোমার যে অমৃত মন্ত্র এবং স্বতন্ত্র ভাব তা ভারতে ভরে দাও, সারা দেশে ছড়িয়ে দাও।

প্রশ্ন: আপনি নিজে সরস্বতী পুজো করেন? সরস্বতী পুজো বলতে কী বোঝেন?

জেতা: পুজো করি না। ধর্মের সঙ্গে কোনও যোগাযোগ নেই। আমি সেকুলার। পুরনো সংস্কৃতির প্রতি শ্রদ্ধা আছে, মান্যতা আছে। যা আমাদের ও পরবর্তী প্রজন্মকে প্রেরণা দিতে পারে। সেই অতীত ঐতিহ্য, সংস্কৃতি, জ্ঞান প্রকাশের নদীস্বরূপ সরস্বতীকে সম্মান জানাই। সরস্বতীর ধারার একটা অংশ, পূর্বপুরুষের মাধ্যমে আমরা যা পেয়েছি, তা ভাবী প্রজন্মকে দিয়ে যেতে পারি।

প্রশ্ন: সরস্বতী পুজোর জন্য নির্দিষ্ট দিন ঠিক করে রাখা (শুক্লা পঞ্চমী) কি খুব গুরুত্বপূর্ণ? ইন্টারনেটের যুগে সরস্বতী পুজোর গুরুত্ব আছে কী?

জেতা: উত্তর ভারতে পালিত হয় ‘বসন্ত পঞ্চমী’। শীত শেষে নতুন বছরে পঞ্জাবিরা পালন করেন ‘বৈশাখী’। নতুন বছরের মধ্যে প্রত্যাশা আছে, আশ্বাস আছে যে আগের বছর থেকে ভাল করব। সরস্বতী আমাদের এই সব দিয়েছে। আর শিক্ষকের প্রয়োজন আছে কারণ বেদ-পুরাণের মন্ত্র যেমন ব্যাখ্যা করে বোঝাতে হয়, তেমনই শিক্ষকদেরও দায়িত্ব ব্যাখ্যা করে বোঝানো।

Festival
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy