Advertisement
০৫ মে ২০২৪

প্রাণ কাড়ল রাস্তা, ক্ষোভ

দুর্ঘটনার পর কুলিক সেতু এলাকার জাতীয় সড়কের দুই ধারে মাটি ফেলে গর্ত ভরাট করার দাবিতে প্রায় আধ ঘণ্টা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দারা! পরে পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।

রাস্তায় পড়ে ভাঙা সাইকেল। নিজস্ব চিত্র

রাস্তায় পড়ে ভাঙা সাইকেল। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
রায়গঞ্জ শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০১৭ ০৪:২৫
Share: Save:

কোথাও রাস্তার দুই ধারের অংশ থেকে মাটি ধসে পড়েছে। আবার কোথাও রাস্তা মেরামতির জেরে উঁচু হওয়ায় দুই ধারে লম্বা গর্তের সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে রায়গঞ্জের কুলিক সেতু এলাকার প্রায় দুই কিলোমিটার ৩৪ নম্বর জাতীয় সড়কের দুই ধারের গর্তে চাকা পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল, মোটরবাইক ও টোটো দুর্ঘটনা হচ্ছে। যান উল্টে বাসিন্দারা জখম হচ্ছেন বলে অভিযোগ উঠছিল।

সোমবার সকালে স্থানীয় সোহারই এলাকার বাসিন্দা রিঙ্কু সিংহ(২৫) নামে এক তরুণী সাইকেলে চেপে শিলিগুড়িমোড়ের দিকে যাচ্ছিলেন। সেই সময় ডালখোলাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রিঙ্কুর সাইকেলটিকে মুখোমুখি ধাক্কা মেরে পালিয়ে যায়! আশঙ্কাজনক অবস্থায় এরপর রিঙ্কুকে রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুপুরে তাঁর মৃত্যু হয়!

দুর্ঘটনার পর কুলিক সেতু এলাকার জাতীয় সড়কের দুই ধারে মাটি ফেলে গর্ত ভরাট করার দাবিতে প্রায় আধ ঘণ্টা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দারা! পরে পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। আন্দোলনকারীদের দাবি, রাস্তা বেহাল থাকার কারণেই ওই এলাকায় দুর্ঘটনা বাড়ছে। তাঁদের অভিযোগ, প্রশাসন ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের গাফিলতির জেরেই জাতীয় সড়কের দুইধারের অংশে মাটি ফেলে গর্ত ভরাটের কাজ আটকে রয়েছে!

উত্তর দিনাজপুরের জেলাশাসক আয়েশা রানির দাবি, বাসিন্দাদের অভিযোগ ও দাবি খতিয়ে দেখে প্রশাসন উপযুক্ত পদক্ষেপ নেবে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাস্তা মেরামতির কাজ করছেন।

দীর্ঘ দিন ধরে রায়গঞ্জ থেকে ডালখোলা পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার ৩৪ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন অংশ বেহাল হয়ে ছিল। প্রায় দু’মাস আগে বেহাল সড়ক মেরামতির কাজ শেষ করেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ। বাসিন্দাদের অভিযোগ, জাতীয় সড়ক মেরামতির কাজ করা হলেও কুলিক সেতু এলাকার প্রায় দুই কিলোমিটার লম্বা জাতীয় সড়কের যে অংশগুলির দু’ধার থেকে মাটি ধসে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে, সেই সব অংশগুলিতে মাটি ফেলে গর্ত ভরাট করা হয়নি। পাশাপাশি, সড়ক মেরামতির জেরে কুলিক সেতু সংলগ্ন এলাকার রাস্তা উঁচু হয়ে যাওয়ায় স্বাভাবিক ভাবেই রাস্তার দু’ধার বরাবর লম্বা গর্তের সৃষ্টি হয়েছে। সরকারি উদ্যোগে মাটি ফেলে সেই গর্তও ভরাট করা হয়নি।

তাঁদের দাবি, রাস্তার দু’ধারে গর্ত সৃষ্টি হওয়ায় গত দু’মাস ধরে ওই এলাকায় দুর্ঘটনা বাড়ছে। তাঁদের অভিযোগ, এই পরিস্থিতিতে কোনও ট্রাক বা গাড়ি ওভারটেক করার সময়ে মাঝেমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের ওই গর্তে চাকা পড়ে গিয়ে সাইকেল, মোটরবাইক ও টোটো উল্টে বাসিন্দারা জখম হচ্ছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Accident Raiganj road accident
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE