Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ফের মিছিলের চেষ্টা

শুক্রবার বেলা সাড়ে ৩টেয় ভক্তিনগর থানার কাছে সেবকের ৮ মাইল এলাকা অবধি খুকুরি উঁচিয়ে চলে আসেন মোর্চা সমর্থকেরা। কিন্তু, তার পরেই শিলিগুড়ির পুলিশ কমিশনার নীরজকুমার সিংহ, এসিপি অচিন্ত্য গুপ্তের নেতৃত্বে পুলিশ তাঁদের পথ আটকায়।

থামুন: মিছিল করে আসা মোর্চা কর্মীদের বাধা পুলিশের। রণে ভঙ্গ দিয়ে ফিরে যায় মোর্চা কর্মী-সমর্থকেরা। শুক্রবার সেবক রোডের আট মাইলে। ছবি: বিশ্বরূপ বসাক

থামুন: মিছিল করে আসা মোর্চা কর্মীদের বাধা পুলিশের। রণে ভঙ্গ দিয়ে ফিরে যায় মোর্চা কর্মী-সমর্থকেরা। শুক্রবার সেবক রোডের আট মাইলে। ছবি: বিশ্বরূপ বসাক

কিশোর সাহা ও প্রতিভা গিরি
শিলিগুড়ি ও দার্জিলিং শেষ আপডেট: ২২ জুলাই ২০১৭ ০২:২২
Share: Save:

দ্বিতীয় দফায় সমতলে খুকুরি উঁচিয়ে মিছিল করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়ে পাহাড়ে ফিরতে হল গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থকদের।

শুক্রবার বেলা সাড়ে ৩টেয় ভক্তিনগর থানার কাছে সেবকের ৮ মাইল এলাকা অবধি খুকুরি উঁচিয়ে চলে আসেন মোর্চা সমর্থকেরা। কিন্তু, তার পরেই শিলিগুড়ির পুলিশ কমিশনার নীরজকুমার সিংহ, এসিপি অচিন্ত্য গুপ্তের নেতৃত্বে পুলিশ তাঁদের পথ আটকায়। পুলিশের বাধা পেয়ে মোর্চা সমর্থকেরা পাহাড়ের দিকে ফিরে যান।

তিন দিন আগে মাটিগাড়ায় এক কর্মীর মরদেহ নিতে গিয়ে মোর্চার একদল সমর্থক রাস্তায় খুকুরি উঁচিয়ে হুঙ্কার দেওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সরকারি সূত্রের খবর, খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পুলিশ কমিশনারকে সতর্কও করা হয়। এ দিন তাই কোনও ঝুঁকি নেয়নি পুলিশ।

এ দিনই নবান্নে এক বৈঠকে পাহাড় পরিস্থিতি নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। সেখানে হাজির ছিলেন অরূপ বিশ্বাস, গৌতম দেব-সহ তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রী। ছিলেন দলের রাজ্যসভার প্রার্থী শান্তা ছেত্রীও। দু’ঘণ্টার বৈঠকে শান্তাকে মুখ্যমন্ত্রী সংগঠনের কাজে গতি বাড়াতে পরামর্শ দেন। পাশাপাশি পুলিশ-প্রশাসনকেও সংযত থাকার পরামর্শ দেন।

শনিবার ফের বৈঠক হবে। সেখানে তিনি কোনও নির্দেশিকা দিতে পারেন বলে সূত্রের খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE