Advertisement
০৫ মে ২০২৪
North Eastern Frontier

আলুয়াবাড়ি সফরে কর্তা, স্মারকলিপি

পরিদর্শনে জিএম। নিজস্ব চিত্র

পরিদর্শনে জিএম। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
ইসলামপুর শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২০ ০২:১১
Share: Save:

ইসলামপুরে আলুয়াবাড়ি স্টেশনে পদাতিক-সহ কয়েকটি সুপারফাস্ট ট্রেনের স্টপেজ, রায়গঞ্জ যাওয়ার ট্রেনের দাবি রয়েছে দীর্ঘদিন ধরেই। সোমবার উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার পরিদর্শনে আসলে তাঁর হাতে এ নিয়ে স্মারকলিপি দেন রাজনৈতিক-অরাজনৈতিক বিভিন্ন সংগঠন। বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন ওই রেলকর্তা।

এ দিন সকালে ইসলামপুরে আলুয়াবাড়ি, ঠাকুরগঞ্জ-সহ কয়েকটি স্টেশন পরিদর্শন করেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার সঞ্জীব রায়। রেল সূত্রে খবর, এ দিন সকাল সাড়ে ৯টা নাগাদ আলুয়াবাড়ি রোড স্টেশনে পৌঁছন তিনি। সেখানে ছিলেন কাটিহার ডিভিশনের ডিআরএম রবীন্দ্রকুমার বর্মাও।

আলুয়াবাড়ি রোড স্টেশনে চত্বর এলাকায় একটি ‘মার্কেট প্লেস’ করে দেওয়ার দাবি জানান ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল। রায়গঞ্জে দিনে ট্রেন চালু-সহ একাধিক দাবিও পেশ করেন তিনি। এ দিন সিপিএমের পক্ষ থেকেও ভিন্‌রাজ্যে যাওয়ার ট্রেন, আন্ডারপাস, কলকাতাগামী সুপারফাস্ট ট্রেনের স্টপেজের দাবিতে রেলকর্তাকে স্মারকলিপি দেওয়া হয়। নাগরিক মঞ্চের পক্ষ থেকে একাধিক ট্রেনের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়।

ইসলামপুর পুরসভা চেয়ারম্যান জানান, রেল স্টেশন সংলগ্ন এলাকায় মার্কেট কমপ্লেকস করা হলে এক দিকে সৌন্দর্যায়ন হবে, অন্য দিকে সুবিধা হবে ব্যবসায়ীদের। সিপিএম নেতা বিকাশ দাস বলেন, স্থানীয় সাংসদ কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য। অথচ তাঁদের দলের কোনও প্রতিনিধি রেলকর্তার কাছে কোনও দাবি পেশ করলেন না। বিজেপির উত্তর দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক সুরজিৎ সেন বলেন, ‘‘বিরোধীরা শুধু লোক দেখানোর জন্য স্মারকলিপি দিয়েছে। উন্নয়ন করতে গেলে ওঁরাই বাধা দেয়। আমাদের দাবি আমরা জায়গা মতো কিছুদিন আগেই পেশ করেছি।’’ এ দিন গঙ্গারামপুর রেলওয়ে উন্নয়ন সমিতির পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের প্ল্যাটফর্মের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়।

সঞ্জীব বলেন, ‘‘আলুয়াবাড়ি রোড স্টেশনে আরও যাত্রী পরিষেবা দরকার। দরকার আরও বেশি ট্রেনের স্টপেজেরও। সে সব দেখা হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

North Eastern Frontier Indian Railways
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE