দার্জিলিং ও কালিম্পং পাহাড়ে করোনা টিকা নিয়ে ভয়-ভীতি কাটাতে সক্রিয় হয়ে উঠেছেন জিটিএ কর্তৃপক্ষ। প্রথম দফার করোনা টিকা নিয়ে পাহাড়বাসীর একাংশের মধ্যে নানা গুজব ছড়িয়েছে বলে অভিযোগ। শরীর খারাপ, সংক্রমণ, চুলকানি, মাথা ঘোরার মতো কিছুর উপসর্গের আশঙ্কার কথা না জেনেই একাংশ বাসিন্দারা ছড়াচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। এর ফলে আরও অনেকে টিকা নিয়ে আশঙ্কিত হয়ে পড়ছেন।
পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে ময়দানে জিটিএ কর্তৃপক্ষ। স্বাস্থ্য ও প্রশাসনকে নিয়ে প্রচার শুরু হয়েছে। বাসিন্দাদের মনোবল বাড়তে জিটিএ চেয়ারম্যান অনীত থাপা নিজে প্রথমে টিকা নেওয়ার কথা জানিয়েছিলেন। কিন্তু প্রথম দফার ডোজ় স্বাস্থ্য কর্মীদের জন্য আসায় জিটিএ চেয়ারম্যান টিকা নেননি। সাধারণ মানুষের সঙ্গে একসঙ্গে তিনি টিকা নেবেন বলে নতুন করে ঘোষণা করেছেন।
তিনি বলেছেন, ‘‘মানুষের একাংশের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তাই আমি প্রথমে টিকা নেব ভেবেছিলাম। কিন্তু এটা স্বাস্থ্যকর্মীদের জন্য এসেছে বলে আমি পিছিয়ে এলাম। এর পরের টিকা সব বাসিন্দাদের জন্য আসছে। সেখানে সাধারণ পাহাড়ের বাসিন্দাদের মনোবল বাড়াতে তাঁদের সঙ্গেই আমি টিকা নেব।’’ পাহাড়বাসীকে কোনও রকম গুজবে কান না দিতে অনুরোধও করেছেন অনীত।