Advertisement
১১ মে ২০২৪
Sambar Deer

বক্সায় দুর্ঘটনা, মৃত্যু সম্বরের

খবর পেয়ে প্রথমে বক্সা ও পরে রাজাভাতখাওয়া থেকে বনকর্মীরা ছুটে যান।

মৃত: বক্সার রাস্তায় পড়ে আছে সম্বরের দেহ। শনিবার রাতে। নিজস্ব চিত্র

মৃত: বক্সার রাস্তায় পড়ে আছে সম্বরের দেহ। শনিবার রাতে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
আলিপুরদুয়ার শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২০ ০০:৫৫
Share: Save:

বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ হারাল একটি সম্বর। শনিবার রাতে বক্সার জঙ্গলে ২৬ ও ২৭ মাইলের মাঝে ঘটনাটি ঘটেছে। সম্বরটিকে ধাক্কা মেরে গাড়িটি জঙ্গলের ধারে উল্টে যায়। তাতে দুই মহিলা-সহ ছয় আরোহীও জখম হন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর বলে বন দফতর সূত্রের খবর।

বন দফতর সূত্রের খবর, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে চালক-সহ ছ’জন আরোহীই ছিলেন। প্রত্যেকের বাড়ি কোচবিহার জেলার মারুগঞ্জে। তাঁদের সঙ্গে কথা বলে বনকর্তারা জানতে পেরেছেন, তাঁরা বক্সাদুয়ার থেকে জয়ন্তী হয়ে রাতে কোচবিহারের দিকে ফিরছিলেন। বন কর্তাদের অভিযোগ, গাড়িটি প্রচণ্ড গতিতে চলছিল। রাত সাড়ে ৮টা নাগাদ রাস্তা পার হচ্ছিল পূর্ণবয়স্ক পুরুষ সম্বরটি। প্রচণ্ড গতিতে গাড়িটি সম্বরটিকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায়।

খবর পেয়ে প্রথমে বক্সা ও পরে রাজাভাতখাওয়া থেকে বনকর্মীরা ছুটে যান। তাঁরাই জখম ছ’জনকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে চারজনকে ছেড়ে দেওয়া হয়। বন দফতর সূত্রের খবর, রাজীব দাস ও বিভাস দাস নামে অপর দু’জনের অবস্থা গুরুতর। তাঁদের একজনকে কোচবিহারের হাসপাতালে ও অন্যজনকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রবিবার বক্সার বনকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু অত রাতে ওই রাস্তায় গাড়ি কেন? জবাবে বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপ ক্ষেত্র-অধিকর্তা কল্যাণ রাই বলেন, ‘‘সন্ধ্যা ৬টার পর যে জঙ্গলের ভেতরে প্রবেশ বা বের হওয়া যায় না সে ব্যাপারে পর্যটকদের কাছে প্রচারও চালানো হয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sambar Deer Accident
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE