মহিলাদের জন্য তৈরি প্রকল্পের সুবিধা পাচ্ছেন পুরুষ! ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পে মাসে ১০০০ টাকা করে পাচ্ছেন কোচবিহারের মাথাভাঙা এলাকার এক প্রৌঢ়। এ নিয়ে শাসকদলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলল বিরোধীরা। জোর শোরগোল এলাকায়।
স্বামী-স্ত্রী দু’জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই ঢুকছে লক্ষ্মীর ভান্ডারের টাকা। শুনতে অবাক লাগলেও এমনই ঘটনা ঘটেছে কোচবিহারের মাথাভাঙায়। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে তা স্বীকারও করে নিয়েছেন মাথাভাঙা ১ নম্বর ব্লকের ভেড়ভেড়ি মানাবাড়ি গ্রামের বাসিন্দা আবদুল কাদের।
দীর্ঘ সাত মাস ধরে এ ভাবেই লক্ষ্মীর ভান্ডারের এক হাজার টাকা করে ঢুকছে। আবদুল পেশায় টোটো চালক। তাঁর কথায়, ‘‘ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছিলাম দেড় বছর আগে। তার পর পাসবুক আপডেট করে দেখতে পাই আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকেছে!’’ সেই টাকা তিনি তুলেও নিয়েছেন বলে জানান আবদুল। তবে কী করে তিনিও লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতে পারেন, সেই বিষয়ে আগ্রহী নন তিনি। পরিষ্কার জানিয়ে দেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না।