Advertisement
E-Paper

পরিকাঠামোয় জোর আইএফএর

কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের পরিকাঠামো উন্নত করতে না পারলে ভবিষ্যতে জাতীয়, আন্তর্জাতিকস্তরের ফুটবল ম্যাচ পেতে সমস্যা হতে পারে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৬ ০১:৫২
কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে পরিদর্শনে প্রতিনিধি দল। — নিজস্ব চিত্র

কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে পরিদর্শনে প্রতিনিধি দল। — নিজস্ব চিত্র

কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের পরিকাঠামো উন্নত করতে না পারলে ভবিষ্যতে জাতীয়, আন্তর্জাতিকস্তরের ফুটবল ম্যাচ পেতে সমস্যা হতে পারে। রবিবার শিলিগুড়ির ওই স্টেডিয়ামে সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের জন্য মাঠ পরিদর্শনে এসে এ কথা জানিয়েছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সহসভাপতি তথা আইএফএ সভাপতি সুব্রত দত্ত।

এ দিন মাঠ, ড্রেসিংরুম পরিদর্শনে এসে তিনি জানিয়েছেন, আগামী বছর অনূর্ধ্ব ১৭ ওয়ার্ল্ড কাপ ফুটবল উপলক্ষে যুব ভারতী স্টেডিয়াম যে ভাবে গড়ে তোলা হচ্ছে তাতে সেটি আন্তর্জাতিকস্তরের স্টেডিয়ামগুলির মধ্যে অন্যতম হয়ে উঠতে চলেছে। অনুশীলনের মাঠ হিসাবে টালাপার্কে একটি স্টেডিয়াম গড়ে তোলা হচ্ছে, তাছাড়া রবীন্দ্র সরোবরের স্টেডিয়াম, হাওডা স্টেডিয়ামকে ঢেলে সাজা হচ্ছে। সুব্রতবাবুর কথায়, ‘‘ভবিষ্যতে জাতীয়, আন্তর্জাতিকস্তরের খেলাগুলি ওই সমস্ত ভাল স্টেডিয়ামেই করার কথা ভাববে এইএফএফ বা আইএফএ।’’ তাই এই পরিস্থিতিতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের পরিকাঠামো আরও উন্নত করে জাতীয়মানের স্টেডিয়ামে উন্নিত করতে না পারলে খেলা পেতে সমস্যা হবে বলে জানান তিনি। রাজ্য ক্রীড়া দফতরের সঙ্গেও কথা বলতেও পরামর্শ দেন তিনি।

শিলিগুড়ি স্টেডিয়াম কমিটির সদস্য তথা মহকুমা ক্রীড়া পরিষদের সচিব অরূপরতন ঘোষ জানান, ইতিমধ্যেই তিনি ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে কথা বলেছেন। ক্রীড়া দফতর স্টেডিয়ামের পরিকাঠামো গড়ে তুলতে আগ্রহী। তবে স্টেডিয়ামটি রাজ্য সরকারের হাতে তুলে দিতে হবে বলে জানানো হয়েছে। স্টেডিয়াম কমিটি তাতে রাজি হলে তবেই পরিকাঠামো উন্নয়ন সম্ভব বলে জানান তিনি।

আগামী ২৬ ডিসেম্বর থেকে সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের জন্য যথাযথ ভাবে মাঠ পরিচর্যার কথা জানিয়েছেন সুব্রতবাবু এবং ম্যাচের সাংগঠনিক কমিটির দায়িত্বে থাকা সুদেষ্ণা মুখোপাধ্যায়। ক্রিকেট খেলার জন্য মাঠের মাঝে পিচের অংশে ঘাস নষ্ট হয়ে মাটি বেরিয়ে রয়েছে কিছু জায়গায়। উত্তর দিকের গোলপোস্টের সামনেও মাঠের অবস্থা ঠিক নেই বলে জানিয়েছেন তিনি। ওই অংশ ঠিক করার কথা জানিয়েছেন এআইএফএফ-এর কর্মকর্তারা। প্রথম দিন নেপালের সঙ্গে ভুটানের এবং শ্রীলঙ্কার সঙ্গে মলদ্বীপের খেলা। ২৭ ডিসেম্বর ভারত মুখোমুখি হবে আফগানিস্তানের। অন্য দলগুলির মধ্যে বাংলাদেশ এবং ভুটানও থাকছে। ২ জানুয়ারি সেমি ফাইনাল। ৪ জানুয়ারি ফাইনাল খেলা হবে। দুপুরে বেলা আড়াইটে থেকে এবং ফ্লাড লাইটে সন্ধ্যা সাড়ে ছ’টা থেকে দু’টি ধাপে খেলাগুলি হবে।

IFA
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy