মাদক মামলায় দার্জিলিং জেলা পুলিশের হাতে গ্রেফতার হলেন পাহাড়ের অজয় এডওয়ার্ডের ‘ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্টের’ নেতা দিপু থাপা। গত কয়েক দিন ধরেই তিনি গা ঢাকা দিয়েছিলেন বলে অভিযোগ। সোমবার ভোরে জোড়বাংলো থানার পুলিশ শিলিগুড়ি শহর লাগোয়া এলাকার একটি হোটেল থেকে দিপুকে গ্রেফতার করে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন দার্জিলিঙের জেলা পুলিশ সুপার প্রবীণ প্রকাশ। তিনি বলেছেন, ‘‘মাদক মামলায় আরও কেউ জড়়িত কি না, তা দেখা হচ্ছে।’’
পুলিশ সূত্রে খবর, ২৯ এপ্রিল দার্জিলিঙের জোড়বাংলো থানার পুলিশ নেশার সিরাপ-সহ পেমা শেরিং লেপচা নামে এক যুবককে গ্রেফতার করে। অভিযোগ, নেশার সিরাপ পাচারের উদ্দেশে একটি স্কুটি নিয়ে যাচ্ছিলেন ওই যুবক। সেই স্কুটির রেজিস্ট্রেশন নম্বর খতিয়ে দেখে পুলিশ জানতে পারে, সেটির মালিক দিপু থাপা। এর পর থেকেই তাঁর খোঁজ শুরু করে পুলিশ। তবে তাঁকে পাহাড়ে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সোমবার ভোরে দার্জিলিং পুলিশ একটি হোটেল থেকে দিপুকে গ্রেফতার করে। এ দিন তাঁকে দার্জিলিং আদালতে পেশ করা হলে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
এ নিয়ে সরব হয়েছেন ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্টের আহ্বায়ক অজয় এডওয়ার্ড। তিনি বলেন, “দিপুকে বেআইনি ভাবে গ্রেফতার করা হয়েছে। ওঁর কাছ থেকে কোনও মাদক উদ্ধার করা হয়নি।’’ তিনি আরও বলেন, ‘‘এখনও দোষ প্রমাণিত হয়নি। বিচার ব্যবস্থার উপরে আমাদের আস্থা রয়েছে। আশা করছি নিরপেক্ষ তদন্ত হবে।’’ দলের অভ্যন্তরে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে বলে জানান তিনি।
এ দিকে দিপুর গ্রেফতারের পরে দার্জিলিং জেলা পুলিশের তরফে সমাজ মাধ্যমেও বিবৃতি দিয়ে তা জানানো হয়। মাদকের বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে বলে জানানো হয়।
এই ঘটনা সামনে আসার পরেই পাহাড়ে বিভিন্ন রাজনৈতিক দলের তরফেও ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্টকে নিশানা করা হয়েছে। পাহাড়বাসীর সঙ্গে থাকার কথা বলে দলের নেতারাই মাদকের মাধ্যমে যুবদের ভবিষ্যৎ নষ্ট করছেন বলে অভিযোগ করেন বিরোধীরা। অজয়-বিরোধীদের দাবি, পাহাড়ে তরুণ প্রজন্মের মধ্যে মাদকের প্রভাব বন্ধ করতে নিয়মিত প্রচার চলছে। পুলিশ অভিযান চালাচ্ছে। সেখানে দায়িত্বপ্রাপ্ত একটি রাজনৈতির দলের সঙ্গে জড়িত লোকের গাড়ি মাদক পাচারে ব্যবহার হচ্ছে। এটা কোনও চক্রের কাজ কি না, তা তদন্ত করে দেখার দাবি তুলেছেন দার্জিলিঙের বিভিন্ন দলের নেতারা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)