Advertisement
২৪ এপ্রিল ২০২৪

ফিজিওলজির ফল অসম্পূর্ণ বিশ্ববিদ্যালয়ে

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কলেজগুলির পার্ট ওয়ান এবং পার্ট টু’র অনার্স এবং পাস কোর্সের ফল বার হল।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৬ ০১:৪২
Share: Save:

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কলেজগুলির পার্ট ওয়ান এবং পার্ট টু’র অনার্স এবং পাস কোর্সের ফল বার হল।

শুক্রবার রেজাল্ট বার হলেও দেখা যায় ফিজিওলজি নিয়ে যাঁরা পড়াশোনা করছেন, তাঁদের রেজাল্ট অসম্পূর্ণ রয়েছে। তাঁদের রেজাল্ট কবে মিলবে, তা এখনও স্পষ্ট করে জানাতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাতে জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজ এবং শিলিগুড়ি কলেজের অনার্স, পাস কোর্স মিলিয়ে অন্তত ৩০০ ছাত্রছাত্রীর রেজাল্ট অসম্পূর্ণ রয়ে গিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফেই জানানো হয়েছে, কলেজগুলিতে ওই বিভাগে পর্যাপ্ত শিক্ষক নেই। শিলিগুড়ি কলেজ এবং জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজে একজন মাত্র শিক্ষক দিয়েই বিভাগ চলছে। তাতে পরীক্ষা নিতে বা খাতা দেখার জন্য বাইরের শিক্ষকদের উপরেই নির্ভর করতে হচ্ছে।

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক বিভাগের বিশেষ দায়িত্বে থাকা আধিকারিক সুশান্ত দাস বলেন, ‘‘ওই বিভাগের ছাত্রছাত্রীদের জন্য বাকিদের রেজাল্ট আটকে যাতে না থাকে, সে জন্য ফল প্রকাশ করে দেওয়া হল।’’ এ দিনই কলেজগুলিতে রেজাল্ট পাঠিয়ে দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল জানা যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

physiology
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE