Advertisement
২০ এপ্রিল ২০২৪

জ্বালানি বাঁচালে চালককে পুরস্কার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খরচ কমানোর ডাকে সাড়া দিয়ে জ্বালানীর সাশ্রয়ে ফের একবার চালকদের পুরস্কৃত করার পথে হাটতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (এনবিএসটিসি)৷

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
আলিপুরদুয়ার শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৮ ০২:০০
Share: Save:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খরচ কমানোর ডাকে সাড়া দিয়ে জ্বালানীর সাশ্রয়ে ফের একবার চালকদের পুরস্কৃত করার পথে হাটতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (এনবিএসটিসি)৷

নিগমের আলিপুরদুয়ার ডিপোতে এই ব্যবস্থা চালু হবে বলে নিগম সূত্রে খবর। ডিপোর সেরা চালকদের প্রতি মাসে পুরস্কার ও শংসাপত্র দেওয়ার সঙ্গে তাঁদের নামের তালিকা মাসভর ডিপোতে টাঙিয়ে রাখারও সিদ্ধান্ত নিয়েছেন সংস্থার কর্তারা৷ সংস্থার কর্তাদের দাবি, চালকদের এই সম্মান জানানোর মাধ্যমেই মাধ্যমেই জ্বালানির সাশ্রয় অনেকটাই বাড়ানো সম্ভব হবে৷

সংস্থা সূত্রের খবর, জ্বালানীর সাশ্রয়ে এনবিএসটিসির বিভিন্ন ডিপোতে কয়েক বছর আগে থেকে নানা ব্যবস্থা নেওয়া শুরু হয়৷ সেই সময় আলিপুরদুয়ার ডিপোতে সেরা চালকদের পুরস্কার প্রদানের এই ব্যবস্থা চালু করা হয়েছিল৷ কিন্তু মাঝে তা বন্ধ হয়ে যায়৷ সম্প্রতি মুখ্যমন্ত্রীর খরচ কমানোর ডাক ও পেট্রোপণ্যের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির জেরে ফের তা চালু করার সিদ্ধান্ত নিয়েছেন কর্তারা৷

সূত্রের খবর, এনবিএসটিসি-র আলিপুরদুয়ার ডিপোতে এই মুহূর্তে ৬০টি বাস রয়েছে৷ যার মধ্যে প্রায় ৫০টি বাস নিয়মিত বিভিন্ন রুটে চলাচল করে৷ এই ৫০টি বাস চালাতে প্রতি মাসে গড়ে প্রায় ৮০ হাজার লিটার ডিজেলের প্রয়োজন হয়৷ সে জন্য মাস দুই-তিন আগে খরচ হতো প্রায় পঞ্চাশ লক্ষ টাকা৷ কিন্তু এই দু-মাসে সেই খরচ ছয় লক্ষ টাকার বেশি বৃদ্ধি পেয়েছে৷

আলিপুরদুয়ার ডিপোর কর্তাদের কথায়, জ্বালানির সাশ্রয়ে এমনিতেই অনেকটা সচেতন এই ডিপোর বাস চালকরা৷ এ জন্য চালকদের নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থাও করে আসছেন কর্তারা৷ এ ছাড়াও প্রতিদিন কত কিলোমিটার বাস তাঁরা চালাচ্ছেন, বা তাতে কী পরিমাণ ডিজেল খরচ হচ্ছে তা বাসের চালকদের লগবুকে উল্লেখ করতে হয়৷

সংস্থার এক কর্তার কথায়, ‘‘এ ধরনের নানা ব্যবস্থার ফলে লক্ষ্যমাত্রার চেয়ে জ্বালানির সাশ্রয়ে বেশ খানিকটা এগিয়ে রয়েছে আলিপুরদুয়ার ডিপো৷ বর্তমানে মাসে প্রায় দুই লক্ষ টাকারও বেশি সাশ্রয়ও করছে এই ডিপো৷’’

কিন্তু সাম্প্রতিক পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির জেরে বেশ খানিকটা ধাক্কা খেয়েছে সংস্থা৷ হু হু করে ডিজেলের দাম বেড়ে যাওয়ায় সংস্থার ব্যয়ও বেড়ে গিয়েছে৷ বিভিন্ন ক্ষেত্রে যার প্রভাব পড়ার আশঙ্কাও করছেন সংস্থার অনেকেই৷ তাই দুই লক্ষ টাকার সাশ্রয়কে এখন পাঁচ লক্ষ টাকায় নিয়ে যেতে মরিয়া সংস্থার কর্তারা৷

নিগমের আলিপুরদুয়ার ডিপোর আধিকারীক অসিত ঠাকুর বলেন, ‘‘জ্বালানির সাশ্রয় বাড়াতে সেজন্যই আমরা ফের একবার প্রতি মাসে সেরা চালকদের পুরস্কার ও শংসাপত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি৷’’ সংস্থার কর্তাদের দাবি, এর ফলে চালকদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা বাড়বে৷ যাতে করে আখেরে লাভবান হবে সংস্থাই৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

NBSTC Cost Cutting
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE