Advertisement
১৯ এপ্রিল ২০২৪

সমবায়ের ভোটে তৃণমূলের ‘দ্বন্দ্ব’

প্রাথমিক শিক্ষক সমবায় সমিতির ভোটেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো। রবিবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লক টিচার্স কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির ১২টি আসনের নির্বাচনে সবগুলিতে হেরে যান তৃণমূল প্রভাবিত শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা। অন্যদিকে সবগুলি আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছে পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি, সারা বাংলা এবং নিখিলবঙ্গ শিক্ষক সমিতির মিলিত বিরোধী জোট।

নিজস্ব সংবাদদাতা
বালুরঘাট শেষ আপডেট: ১৮ মে ২০১৫ ০১:৩১
Share: Save:

প্রাথমিক শিক্ষক সমবায় সমিতির ভোটেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো। রবিবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লক টিচার্স কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির ১২টি আসনের নির্বাচনে সবগুলিতে হেরে যান তৃণমূল প্রভাবিত শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা। অন্যদিকে সবগুলি আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছে পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি, সারা বাংলা এবং নিখিলবঙ্গ শিক্ষক সমিতির মিলিত বিরোধী জোট।

এ দিন বালুরঘাট আদর্শ হাইস্কুলে ওই ভোট উপলক্ষে শুরু থেকে ছিল ব্যাপক উত্তেজনা। শাসক দল অনুমেদিত শিক্ষক সংগঠনের বিরুদ্ধে তাদের সমর্থক শিক্ষক ভোটারদের উপর হামলার অভিযোগ তুলে সরব হয় বিরোধী বাম শিক্ষক সমিতি। শেষপর্যন্ত কড়া পুলিশি পাহারায় ভোটপর্ব শেষ হয়।

এদিন বিকেলে সাংবাদিক বৈঠক ডেকে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির বালুরঘাট মহকুমা আহ্বায়ক শুকলাল হাঁসদা সরাসরি অভিযোগ করেন, ‘‘বালুরঘাটে মন্ত্রীগোষ্ঠীর পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির একাংশ নেতা, বামপন্থী শিক্ষক সংগঠনের সঙ্গে হাত মিলিয়ে আমাদের হারিয়েছে। দলের কোন্দল পরাজয়ের মূল কারণ। আমরা সমস্ত ঘটনা দলীয় নেতৃত্বকে জানিয়েছি।’’ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক অজয় সাহা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘‘এখানে মন্ত্রীগোষ্ঠীর কোনও বিষয় নেই। আমি নিজে তৃণমূল করি। ভোটে হেরে নিজেদের ব্যর্থতা আড়াল করতে ওরা কুৎসা রটাচ্ছে।’’ অজয়বাবুর বক্তব্য, বালুরঘাটে প্রাথমিক টিচার্স কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটিতে কোনওকালেই নির্বাচন হয়নি। ডান ও বাম সমস্ত শিক্ষক সংগঠন মিলে বসে আমরা ওই কো-অপারেটিভ পরিচালনা করে আসছিলাম। বাম বিরোধীতার মোকাবিলা করার মতো সমর্থক শিক্ষক না থাকলেও এ বারে তৃণমূল শিক্ষক সমিতি নির্বাচন দাবি করেছিল। হেরে গিয়ে ও সব মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। তৃণমূলের শিক্ষক নেতা শুকলাল হাঁসদার দাবি, আমাদের মাত্র একটি আসন দেওয়ার প্রস্তাব দিয়েছিল ওই জোট। তাতে আমরা রাজি হইনি।

দলীয় সূত্রের খবর, বালুরঘাটে পূর্তমন্ত্রী শঙ্কর চক্রবর্তীর সুপারিশে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক অজয় সাহা সম্প্রতি বালুরঘাট কলেজের গভর্নিং বডির সভাপতি মনোনীত হয়েছেন। ফলে অজয়বাবুকে তাঁদের সঙ্গে না পেয়ে দলের জেলা সভাপতি বিপ্লব মিত্র গোষ্ঠী তৃণমূলের প্রাথমিক শিক্ষক সমিতি ওই অভিযোগ তুলছে। এ বিষয়ে মন্ত্রী শঙ্কর চক্রবর্তীর বক্তব্য জানা যায়নি। তৃণমূলের জেলা সভাপতি বিপ্লব মিত্র বলেন, শিক্ষক সমবায়ের ভোট নিয়ে কিছু জানা নেই। খোঁজ নেব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE