Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Rabindranath Ghosh

ত্রাণ নিয়ে দ্বন্দ্ব রবি, ফজলের

তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির উদ্যোগে খাদ্য সামগ্রী বণ্টন করা হয়। এ দিনের কর্মসূচিতে উদ্বোধক  ছিলেন মন্ত্রী রবীন্দ্রনাথ।

রবীন্দ্রনাথ ঘোষ।  ফাইল চিত্র

রবীন্দ্রনাথ ঘোষ। ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
তুফানগঞ্জ শেষ আপডেট: ২৫ জুন ২০২০ ০৬:৪৮
Share: Save:

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব থামার নাম নেই। ত্রাণ বণ্টন নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে তুফানগঞ্জ বিধানসভার বিধায়ক ফজল করিম মিয়াঁর গোষ্ঠীদ্বন্দ্ব চরমে উঠেছে বলে দাবি এলাকার রাজনৈতিক মহলের।

তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির উদ্যোগে খাদ্য সামগ্রী বণ্টন করা হয়। এ দিনের কর্মসূচিতে উদ্বোধক ছিলেন মন্ত্রী রবীন্দ্রনাথ। ছিলেন কোচবিহার জেলা আইএনটিটিইউসির সভাপতি প্রাণেশ ধর। তুফানগঞ্জ বিডিও অফিস সংলগ্ন তৃণমূলের কার্যালয় থেকেই খাদ্যসামগ্রী বিলি করা হয়। অনুষ্ঠান মঞ্চে মন্ত্রীর পাশাপাশি বিধায়ক ফজল করিম মিয়াঁর নাম থাকলেও তিনি উপস্থিত ছিলেন না। এ ব্যাপারে বিধায়ক ফজল বলেন, ‘‘আইএনটিটিইউসির ব্যানারে যে অনুষ্ঠান হয়েছে সেটি সম্পূর্ণ অবৈধ। আমার কোনও অনুমতি নেওয়া হয়নি এই অনুষ্ঠানের ক্ষেত্রে। জেলায় কোর কমেটিতে তুফানগঞ্জ থেকে কারও নাম কমিটিতে রাখতে চাইলে আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল সভাপতির।’’

প্রাণেশ ধর বলেন, ‘‘যেখানে জেলা সভাপতি আমি রয়েছি, সেখানে সংগঠনের বৈধতা অবশ্যই থাকে। বিধায়ক আইএনটিটিইউসির সংবিধান জানেননা।’’

রবীন্দ্রনাথ বলেন, ‘‘ত্রাণ বণ্টনে বৈধতার স্বীকৃতি এবং অনুমতির কোনও প্রয়োজন পড়ে না। বিধায়ককে ডাকা হয়েছিল। তিনি এলে ভাল হত। কেন দূরত্ব বজায় রাখছেন জানি না। কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rabindranath Ghosh TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE