Advertisement
৩০ এপ্রিল ২০২৪

বাগানেও ডিগ্রি পরীক্ষা

বুধবার থেকে এই পরীক্ষা শুরু হয়ে গিয়েছে বলে জলপাইগুড়ি জেলার স্বাস্থ্য কর্তারা জানিয়েছেন৷ গোটা রাজ্যেই এই মুহূর্তে ভুয়ো চিকিৎসক নিয়ে হইচই চলছে৷

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ০৮ জুন ২০১৭ ১৩:৪৩
Share: Save:

বিভিন্ন চা বাগানের হাসপাতালে থাকা চিকিৎসকদের ডিগ্রি পরীক্ষা শুরু করল জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতর।

বুধবার থেকে এই পরীক্ষা শুরু হয়ে গিয়েছে বলে জলপাইগুড়ি জেলার স্বাস্থ্য কর্তারা জানিয়েছেন৷ গোটা রাজ্যেই এই মুহূর্তে ভুয়ো চিকিৎসক নিয়ে হইচই চলছে৷ ভুয়ো সার্টিফিকেট ও মার্কশিট দেখিয়ে চাকরি করার অভিযোগে কিছু দিন আগে নাগরাকাটার ধুমপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক স্নেহাশিস চক্রবর্তীকে গ্রেফতার করে সিআইডি ও পুলিশ৷ ওই ঘটনার পরই টনক নড়ে জেলা স্বাস্থ্য দফতরের কর্তাদের৷ জেলায় আর কোনও ভুয়ো চিকিৎসক রয়েছে কি না, জানতে সমস্ত সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকদের ডিগ্রি পরীক্ষা শুরু করেন স্বাস্থ্যকর্তারা৷ তারপরই তারা বাগানের হাসপাতালগুলির চিকিৎসকদেরও ডিগ্রি পরীক্ষার সিদ্ধান্ত নেন৷ জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই সেই তথ্য স্বাস্থ্য দফতরে জমা পড়তে শুরু করেছে৷ জলপাইগুড়ির সিএমওএইচ জগন্নাথ সরকার জানিয়েছেন, চা বাগানগুলি তাদের সে তথ্য জমা দিয়েছেন, তার উপরে নির্ভর করে এ দিন থেকে সেখানকার চিকিৎসকদের ডিগ্রি খতিয়ে করার কাজ শুরু হয়েছে৷

চা মালিকদের সংগঠন আইটিপিএ-র উপদেষ্টা অমিতাংশু চক্রবর্তী বলেন, ‘‘স্বাস্থ্য দফতরের তরফে আমাদের কাছে বাগানের হাসপাতালগুলির চিকিৎসকদের নাম, যোগ্যতা ও রেজিস্ট্রেশন নম্বর সহ কিছু তথ্য দিতে বলা হয়৷ আমরা সেই অনুযায়ী বাগানগুলিকে সেই তথ্য দিতে বলি৷ বাগান কর্তৃপক্ষগুলি ইতিমধ্যেই সেই তথ্য স্বাস্থ্য দফতরে জমা করতে শুরু করেছেন৷’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE