দোকানের মেঝেয় কুড়িয়ে পাওয়া ৩০ হাজার টাকা ফিরিয়ে দিলেন রায়গঞ্জের কুমারডাঙি এলাকার এক লন্ড্রি ব্যবসায়ী রমেশ রজক। শনিবার দুপুরে উপযুক্ত প্রমাণ নিয়ে রমেশ রায়গঞ্জের অশোকপল্লি এলাকার বাসিন্দা অশোক ঘোষ নামে এক ব্যক্তিকে ওই টাকা ফিরিয়ে দেন। কুমারডাঙি এলাকার সরকারি নিকাশিনালার উপরে টিনের তৈরি একচিলতে দোকান রয়েছে রমেশের। সেখানেই পোশাক ইস্ত্রি করার কাজ করেন তিনি। স্ত্রী ও তিন ছেলেমেয়েকে নিয়ে বাড়িতে নুন আনতে পান্তা ফুরনোর জোগাড়। তার পরেও তাঁর সততার নজিরে অবাক বাসিন্দারা।
স্থানীয় ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর হিমাদ্রী সরকারের বক্তব্য, ‘‘অভাব ও দারিদ্র্য সত্ত্বেও রমেশ টাকা ফিরিয়ে গিয়ে যে সততা দেখিয়েছেন, তার জন্য ওয়ার্ডের সমস্ত বাসিন্দা গর্বিত ও অনুপ্রাণিত।’’
রমেশের স্ত্রী মীরা গৃহবধূ। দুই ছেলে সাহিল ও সানি চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির ছাত্র। এক মেয়ে মিষ্টি প্রথম শ্রেণিতে পড়াশোনা করে। রমেশের দাবি, শুক্রবার দুপুরে তিনি দোকানের মেঝেয় রবার দিয়ে মোড়ানো দুহাজার টাকার একটি বান্ডিল পড়ে থাকতে দেখেন। ১৫টি দু’হাজার টাকার নোট ছিল। ইস্ত্রি করার আগে কারও জামা বা প্যান্ট ঝাড়ার সময়ে পকেট থেকে ওই টাকা পড়ে গিয়েছে নিশ্চিত হয়ে তিনি টাকার বান্ডিলটি সরিয়ে রাখেন। বিষয়টি তিনি তাঁর পাশের দোকানের স্টেশনারি ব্যবসায়ী তথা সঙ্গীত শিক্ষক জয়ন্ত রায়চৌধুরীকে জানান।