Advertisement
২৪ এপ্রিল ২০২৪
North Dinajpur

বিজেপি ও তৃণমূল বিরোধী সব দলকে জোটে আহ্বান জানালেন বিমান

বিমান বলেন, বিজেপি এবং তৃণমূল বিরোধী দলগুলোর সঙ্গে জোট করে আগামী বিধানসভা নির্বাচনে লড়াই করবে বামেরা।

রায়গঞ্জে বিমান বসু। নিজস্ব চিত্র।

রায়গঞ্জে বিমান বসু। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
রায়গঞ্জ শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২০ ১৯:০৮
Share: Save:

একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি এবং তৃণমূল বিরোধী সব দলকে একজোট হওয়ার আহ্বান জানালেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। দলীয় কর্মসূচিতে বৃহস্পতিবার রায়গঞ্জে এসেছিলেন তিনি। সেখানে তিনি জানান, বিজেপি এবং তৃণমূল বিরোধী দলগুলোর সঙ্গে জোট করে আগামী বিধানসভা নির্বাচনে লড়াই করবে বামেরা।

গত লোকসভা নির্বাচনে বাম-কংগ্রেস জোটে ফাটল দেখা দেয়। এ প্রসঙ্গে বিমান বলেন, ‘‘মানুষ ভুল করে। আবার সেই ভুল থেকেই মানুষ শিক্ষা নেয়। গত লোকসভায় আমাদের দাবি ছিল, যে দু’টি কেন্দ্র আমাদের দখলে ছিল সেখানে কংগ্রেস প্রার্থী দেবে না। যে চারটি লোকসভা কেন্দ্র কংগ্রেসের দখলে ছিল, সেখানে প্রার্থী দেবে না বামেরাও। কংগ্রেস সে কথা না রাখলেও বামেরা তাদের কথা রেখেছিল। যদিও বহরমপুর কেন্দ্রে আরএসপি-র এক জন দাঁড়িয়ে ছিলেন। আলোচনার মাধ্যমে বামফ্রন্ট ঘোষণা করে। ওই প্রার্থী বামেদের ছিলেন না। বামফ্রন্ট যা বলেছিল তাই করে দেখিয়েছে। এ বার নিশ্চয়ই সকলে সেটা বুঝবেন।’’

বিহার বিধানসভা নির্বাচনের ফল এ রাজ্যে বিজেপি-কে বাড়তি অক্সিজেন দেবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বিহারের ফল পশ্চিমবঙ্গে কোনও প্রভাব ফেলবে না বলেই মনে করেন বিমান। তিনি এ দিন বলেন, ‘‘দুই রাজ্যের সংস্কৃতি আলাদা। পশ্চিমবঙ্গের সব ক’টি জেলায় বামফ্রন্ট তাদের কর্মসূচির মাধ্যমে জনসংযোগ রেখেছে। সুতরাং আশা করা যায় বিহারের ফল আর পশ্চিমবঙ্গের ফল এক রকম হবে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

North Dinajpur Raigang Biman Bose
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE