অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে দেওয়া ছাতু মুখেই তুলতে চাইছে না শিশুরা। বাড়ির বড়রা চেখে দেখতেই চোখ ছানাবড়া। ওই ছাতু খাওয়ার অযোগ্য বলে অভিযোগ। সেই অভিযোগে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বুধবার ঘটনাটি ঘটে সদর ব্লকের নগর বেরুবাড়ি
গ্রাম পঞ্চায়েতের জমাদারপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে।
অভিভাবকেরা জানান, দিন দু’য়েক আগে ওই কেন্দ্র থেকে মায়েদের হাতে ছাতুর প্যাকেট তুলে দেওয়া হয়। কিন্তু ওই ছাতু মুখে দিতেই ফেলে দিচ্ছে শিশুরা। কারণ খুঁজতে, চেখে দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন অভিভাবকেরা। এ দিন বাড়ি থেকে ছাতুর প্যাকেট হাতে নিয়ে, সবাই ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে বিক্ষোভ দেখান।
তাঁদের অভিযোগ, নিম্নমানের এই ছাতু খেলে বাচ্চারা অসুস্থ হতে পারে। ছাতু বদলে দেওয়ার দাবি জানান স্থানীয়েরা।
এলাকার বাসিন্দা আবদুল আলম সরকার বলেন, ‘‘আগের বার ভাল ছাতু দেওয়া হয়েছিল। এ বারের ছাতু আমিও চেখে দেখেছি। তিতকুটে স্বাদ। অনেকে পচা গন্ধও পেয়েছেন। সেই কারণেই বাচ্চারা খেতে চাইছে না। আমরাও ভয় পাচ্ছি। এই ছাতু শিশুরা খেলে অসুখ হবেই।’’ ওই এলাকার পঞ্চায়েত সদস্য সামুল হক বলেন, ‘‘বিষয়টি আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমার এলাকায় আরও দু’টি সেন্টার আছে। সেখান থেকে বিলি হওয়া ছাতু নিয়েও খোঁজ নিচ্ছি।’’
ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মীর এ বিষয়ে কোনও বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার কথা জানানো হয় ব্লক অফিসেও। সদর বিডিও মিহির কর্মকার বলেন, ‘‘অভিযোগ পেয়েছি। সিডিপিও-কে বলেছি বিষয়টি দেখে আমাকে রিপোর্ট দিতে।’’
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)