Advertisement
০৫ মে ২০২৪
Maldah

সীমান্তে ধৃত চিনা নাগরিক হানকে উত্তরপ্রদেশে নিয়ে যাওয়ার অনুমতি দিল মালদহ আদালত

হানের বিরুদ্ধে প্রতারণা, ফৌজদারি ও সাইবার অপরাধের মতো একাধিক মামলা ঝুলছে উত্তরপ্রদেশে।

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা
মালদহ শেষ আপডেট: ২৬ জুন ২০২১ ১৯:১০
Share: Save:

সীমান্তে ধৃত চিনা নাগরিক হান চুনওয়েইকে উত্তরপ্রদেশে নিয়ে যাওয়ার অনুমতি দিল মালদহ জেলা আদালত। হানকে নিজেদের হেফাজতে পেতে লখনউ আদালতে আবেদন করে উত্তরপ্রদেশের সন্ত্রাস-বিরোধী বাহিনী। সেই আবেদনের ভিত্তিতে ২ জুলাইয়ের মধ্যে উত্তরপ্রদেশ আদালতে হানকে পেশ করার অনুমতি দেয় লখনউ আদালত। সেই আবেদনের ভিত্তিতেই হানকে হেফাজতে পেতে মালদহ জেলা আদালতে আবেদন করে অ্যান্টি-টেররিজম স্কোয়াড (এটিএস)। সেই আবেদনের ভিত্তিতেই শনিবার অনুমতি দিয়েছে আদালত। মনে করা হচ্ছে, রবিবার হানকে উত্তরপ্রদেশে নিয়ে যাওয়া হতে পারে।

হানের বিরুদ্ধে প্রতারণা, ফৌজদারি ও সাইবার অপরাধের মতো একাধিক মামলা ঝুলছে উত্তরপ্রদেশে। দু’বার ব্লু কর্নার নোটিসও জারি হয়েছে। এটিএস দীর্ঘদিন ধরেই হানকে হেফাজতে পেতে চেষ্টা চালাচ্ছে। এটিএসের অভিযোগ, হোটেল ব্যবসার আড়ালে চিনে ভারতীয় সিমকার্ড পাচারের সঙ্গে হান যুক্ত ছিল। অ্যাকাউন্ট হ্যাক করার কাজে সিমকার্ডগুলি ব্যবহার করা হত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Maldah
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE