Advertisement
E-Paper

উত্তরবঙ্গে আবার মুখ্যমন্ত্রী

ফের উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২ থেকে ৫ মে পর্যন্ত তাঁর সফর হওয়ার কথা। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মালদহ ও দক্ষিণ দিনাজপুর জেলায় প্রশাসনিক বৈঠক ও সরকারি সভা করবেন তিনি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৭ ০১:৫৪

ফের উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২ থেকে ৫ মে পর্যন্ত তাঁর সফর হওয়ার কথা। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মালদহ ও দক্ষিণ দিনাজপুর জেলায় প্রশাসনিক বৈঠক ও সরকারি সভা করবেন তিনি।

মুখ্যমন্ত্রীর সভা ঘিরে দুই জেলাতেই এখন প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। শনিবার মালদহ ডিএসএ মাঠে সরকারি সভার মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। এ দিন দুপুরে ডিএসএ মাঠ পরিদর্শন করেন মালদহের জেলাশাসক তন্ময় চক্রবর্তী, পুলিশ সুপার অর্ণব ঘোষ সহ জেলা প্রশাসন ও পুলিশের একাধিক আধিকারিক। পরে বৈঠকও করেন তাঁরা।

প্রশাসন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী ২ মে শতাব্দী এক্সপ্রেসে কলকাতা থেকে মালদহে আসবেন। পর দিন সড়কপথে তিনি দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে নারায়ণপুর হাই স্কুলের মাঠে তৈরি করা প্যান্ডেলে প্রথমে সরকারি আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন ও পরে সেখানেই মঞ্চ থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। রাতে মালদহে ফিরবেন তিনি এবং পর দিন সকাল ১০ টা থেকে মালদহের দুর্গাকিঙ্কর সদনে জেলার প্রশাসনিক সভা ও পরে ডিএসএ মাঠে সরকারি সভা থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। পর দিন ট্রেনে কলকাতা ফিরে যাবেন।

প্রশাসনেরই আর একটি সূত্র অবশ্য জানাচ্ছে, মুখ্যমন্ত্রী ৩ তারিখ হেলিকপ্টারে সরাসরি বুনিয়াদপুরের সভায় যাবেন। পরে সড়কপথে মালদহে আসবেন। ৪ তারিখ মালদহে সভা করে ৫ তারিখ দুপুরে মালদহ থেকে দুপুরের কোনও ট্রেনে ফিরতে পারেন তিনি।

Mamata Banerjee North Bengal Tour
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy