জমি হাতাতে পিসিকে খুন করার অভিযোগ উঠেছি যুবকের বিরুদ্ধে। বৃদ্ধার খুনে সেই যুবককে দোষী সাব্যস্ত করল মালদহের জেলা আদালত। দোষীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক। পাশাপাশি, প্রমাণ লোপাটে সাহায্য করার জন্য আরও এক জনকে সাত বছরের সাজা দিয়েছে আদালত।
আইনজীবী হুমায়ুন মিয়াঁ জানান, ২০১৯ সালের ১৮ অগস্ট নীলমণি হেমব্রম নামে এক মহিলাকে খুন করেন তাঁর ভাইপো শিবা হেমব্রম। নীলমণির বয়স তখন ছিল ৬০ বছর। বাঁশ দিয়ে মাথায় আঘাত করে খুন করা হয় বৃদ্ধাকে। ওই রাতেই বর্মা হেমব্রম নামে এক স্থানীয়ের সাহায্যে দেহটি ওই এলাকার খাড়ির ধারে পুঁতে দেন শিবা।
আরও পড়ুন:
ঘটনার পরের দিন হবিবপুর থানায় খুনের অভিযোগ দায়ের করেন স্থানীয় এক মহিলা। অভিযোগের ভিত্তিতে পুলিশ শিবা ও বর্মাকে গ্রেফতার করে। ১৬ জনের সাক্ষ্যের ভিত্তিতে পঞ্চম দায়রা আদালতের বিচারক মনদ্বীপ দাশগুপ্ত শিবাকে খুনের অভিযোগে ও বর্মাকে প্রমাণ লোপাটে সাহায্য করার অভিযোগে দোষী সাব্যস্ত করেন। খুনের মামলায় শিবার যাবজ্জীবন সাজা ঘোষণা করা হয়েছে। প্রমাণ লোপাটের জন্য শিবা ও বর্মাকে সাত বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের নির্দেশি দিয়েছেন বিচারক।