বাংলা ও বিহার সীমান্তবর্তী এলাকা থেকে বাইকের ডিকি-র লক ভেঙে ২ লক্ষ টাকা নিয়ে চম্পট দিল দুই দুষ্কৃতী। শুক্রবার ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের সুলতান নগর বাজার এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে ওই এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ।
স্থানীয় সূত্রে খবর, হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের নানারাহি গ্রামের বাসিন্দা মোকলেসুর রহমান হরিশ্চন্দ্রপুরের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) শাখা থেকে ২ লক্ষ টাকা তুলে গাড়ি কিনতে গিয়েছিলেন। কিন্তু শো-রুমে গাড়ি পছন্দ না হওয়ায় তিনি টাকা বাইকের ডিকি-তে ভরে বাড়ি ফিরছিলেন।
ফেরার পথে বাজারে থেমেছিলেন মোকলেসুর। বাড়ি থেকে ২ কিলোমিটার আগে সুলতান নগর বাজারে বাইক রেখে কলা কিনতে গিয়েছিলেন তিনি। ওই সুযোগে বাইকের ডিকি ভেঙে ২ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। কলা কিনে এসে বাইকের ডিকি ভাঙা দেখে থ হয়ে যান মোকলেসুর। তাঁর চিৎকার-চেঁচামেচিতে স্থানীয়েরা জড়ো হয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তবে এখনও কোনও দুষ্কৃতী ধরা পড়েনি।
প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ব্যাঙ্ক থেকে বেরনোর পরেই যুবকের পিছু নিয়েছিল দুষ্কৃতীরা। সুযোগ বুঝে বাইকের ডিকি ভেঙে টাকা নিয়ে পালিয়েছে তারা।