Advertisement
২০ এপ্রিল ২০২৪

পরিদর্শনে মান্নান, সুজন

মালদহে গঙ্গাভাঙন প্রতিরোধ ও ভাঙন পীড়িতদের স্থায়ী পুনর্বাসনের দাবিতে কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারের কাছে যৌথভাবে দরবার করবেন কংগ্রেস ও সিপিএমের বিধায়কেরা।

নিজস্ব সংবাদদাতা
মালদহ শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৬ ০১:৩৫
Share: Save:

মালদহে গঙ্গাভাঙন প্রতিরোধ ও ভাঙন পীড়িতদের স্থায়ী পুনর্বাসনের দাবিতে কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারের কাছে যৌথভাবে দরবার করবেন কংগ্রেস ও সিপিএমের বিধায়কেরা।

শুক্রবার মালদহ জেলার একাধিক ভাঙন এলাকা পরিদর্শন করে বিধানসভার বিরোধী দলনেতা কংগ্রেসের আবদুল মান্নান এবং পরিষদীয় দলনেতা সিপিএমের সুজন চক্রবর্তী একই সুরে এই দাবি করেন। তাঁরা বলেন, ‘‘গত কয়েক বছরে গঙ্গা ভাঙনে মালদহ জেলার প্রচুর আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে. ভিটেমাটি হারিয়ে কয়েক হাজার মানুষ উদ্বাস্তু হয়ে পড়েছেন। কিন্তু কি কেন্দ্র বা রাজ্য সরকার সেই মানুষগুলির পাশে দাঁড়ায়নি। আমরা দুই সরকারকেই এই বিষয়গুলি জানাব।’’

এ দিন সকালে মুর্শিদাবাদ জেলার ফরাক্কা থেকে সড়কপথে ধুলিয়ান গিয়ে সেখান থেকে নৌকায় গঙ্গা পেরিয়ে কালিয়াচক ৩ ব্লকের পারলালপুর ঘাটে আসেন আবদুল মান্নান ও সুজন চক্রবর্তীর নেতৃত্বে কংগ্রেস ও সিপিএমের বিধায়ক দলটি। এরপর তারা গঙ্গার ভাঙন কবলিত পারলালপুর, অনুপনগর এলাকা ঘুরে দেখেন। সেখান থেকে ফের নৌকায় মুর্শিদাবাদ জেলার বেশ কিছু ভাঙন কবলিত এলাকা ঘুরে তারা ফরাক্কা থেকে ভাঙন কবলিত বীরনগরে যান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mannan Sujan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE