Advertisement
১১ মে ২০২৪

নগরবাসীর স্মারকলিপি

শহরের রাস্তার ফুটপাত দখলমুক্ত করা সহ তিন দফা দাবিতে মেয়রকে স্মারকলিপি দিল শিলিগুড়ির নাগরিকদের একাংশ। গত ১০ জুলাই শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে শহরের বিশিষ্টজনেদের ডাকে নাগরিক কনভেনশন হয়।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৬ ০২:১০
Share: Save:

শহরের রাস্তার ফুটপাত দখলমুক্ত করা সহ তিন দফা দাবিতে মেয়রকে স্মারকলিপি দিল শিলিগুড়ির নাগরিকদের একাংশ। গত ১০ জুলাই শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে শহরের বিশিষ্টজনেদের ডাকে নাগরিক কনভেনশন হয়। কনভেনশনে ফুটপাতে অবৈধ দখলদারি থেকে যত্রতত্র অটো-টোটো দাঁড়িয়ে থাকায় দুর্ঘটনার প্রবণতা বেড়েই চলেছে বলে অভিযোগ করা হয়। রাস্তার একাংশ জুড়েই পার্কিং গড়ে ওঠার কারণে সরু রাস্তার কারণেও প্রতিদিনই শহরে দুর্ঘটনা ঘটছে বলে কনভেনশনে বক্তারা ক্ষোভ প্রকাশ করেছিলেন। কনভেনশনেই স্থির হয়েছিল যাবতীয় অভিযোগ মেয়রকে জানিয়ে পদক্ষেপের আর্জি জানানো হবে। শনিবার সকালে কনভেনশনে উপস্থিত প্রতিনিধিরা মেয়রের সঙ্গে দেখা করে স্মারকলিপি দিয়েছেন। নাগরিকদের পক্ষ থেকে মেয়রকে প্রস্তাব দেওয়া হয়েছে, দিনের ব্যস্ত সময়ে রাস্তায় বড় ট্রাক দাঁড় করিয়ে জঞ্জাল পরিষ্কার না করে রাতের বেলায় অথবা ভোরে সেই কাজ করা যেতে পারে।

শিলিগুড়ি পুরসভার মেয়র অশোক ভট্টাচার্য নাগরিকদের সঙ্গে সমস্যাগুলি নিয়ে আলোচনা করেছেন। মেয়র জানিয়েছেন, শহরের ফুটপাত দখলমুক্ত করার প্রক্রিয়া শুরু করতে ইতিনধ্যেই প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছে। অশোকবাবু বলেন, ‘‘শহরের রাস্তার কী পরিস্থিতি তা আমাদের নজরেও রয়েছে। শহরের রাস্তায় কোনও দখলদার বসতে দেওয়া হবে না। পুরসভার তরফে এ বিষয়ে প্রশাসনের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Memorandum
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE