Advertisement
২৭ এপ্রিল ২০২৪

শেষ হাসি মিলন সঙ্ঘের

খেলার দুই অর্ধে দুই দলের প্রাধান্য থাকলেও শেষ হাসি হাসল জলপাইগুড়ির মিলন সঙ্ঘ। বুধবার জলপাইগুড়ি টাউন ক্লাব মাঠে রায়কতপাড়া ইয়ং অ্যাসোসিয়েশন আয়োজিত ফুটবল প্রতিযোগিতায়র কোয়ার্টার ফাইনালে মিলন সঙ্ঘ ১-০ গোলে বাংলাদেশের বসুন্ধরা কিঙ্গসকে হারিয়ে দেয়।

জলপাইগুড়ি টাউন ক্লাবের মাঠে চলছে খেলা। —নিজস্ব চিত্র।

জলপাইগুড়ি টাউন ক্লাবের মাঠে চলছে খেলা। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৬ ০২:১২
Share: Save:

খেলার দুই অর্ধে দুই দলের প্রাধান্য থাকলেও শেষ হাসি হাসল জলপাইগুড়ির মিলন সঙ্ঘ।

বুধবার জলপাইগুড়ি টাউন ক্লাব মাঠে রায়কতপাড়া ইয়ং অ্যাসোসিয়েশন আয়োজিত ফুটবল প্রতিযোগিতায়র কোয়ার্টার ফাইনালে মিলন সঙ্ঘ ১-০ গোলে বাংলাদেশের বসুন্ধরা কিঙ্গসকে হারিয়ে দেয়। দ্বিতীয়ার্ধে মিলন সঙ্ঘের ড্যানিয়েল উডেম্বা জয়সূচক গোলটি করেন।

প্রথমার্ধে দীর্ঘদেহী আফ্রিকান খেলোয়ার সমৃদ্ধ মিলন সঙ্ঘের সঙ্গে বাংলাদেশের খেলোয়াড়রা সমানে সমানে লড়াই করতে পারেননি। প্রথমার্ধের খেলায় মিলন সঙ্ঘের প্রাধান্য ছিল। প্রথমার্ধে যে সাতটি সুযোগ তৈরি হয়, তার মধ্যে পাঁচটি মিলন সঙ্ঘ পায়। দু’টি বাংলাদেশের খেলোয়াড়রা পায়। দ্বিতীয়ার্ধে বাংলাদেশের খেলোয়াড়রা জেগে ওঠেন। কিন্তু শেষ পর্যন্ত জিতে যায় মিলন সঙ্ঘই।

খেলা শুরুর পাঁচ মিনিটের সময় মিলন সঙ্ঘের উদয় নায়ার গোলের সামনে একমাত্র গোলকিপারকে পেয়েও বল তাঁর হাতে তুলে দেন। এগারো মিনিটের সময় মিলন সঙ্ঘের ডানিয়েল উডেম্বার তীব্র শট বাংলাদেশের গোলকিপার অসীম কুমার আটকান। ১৩ মিনিটের সময় বাংলাদেশের খেলোয়াড় দু’জনকে কাটিয়ে গোলের সামনে গিয়েও বল বাইরে মারেন।

দ্বিতীয়ার্ধের শুরুতে বাংলাদেশের খেলোয়াড়রা খেলার ধরন পাল্টে নেয়। ছোট ছোট পাসে খেলা শুরু করে। আক্রমণ তীব্র করে। ৩৩ মনিটের সময় মিলন সঙ্ঘের ওলুচুকু ডানিয়েলের একটি তোলা বল বাংলাদেশের গোলপোস্টে লেগে মাটিতে পড়ে লাফিয়ে উঠলে ডানিয়েল উডেম্বা হেড দিয়ে বলটি গোলে ঢুকিয়ে দেন।

এ দিনের খেলায় শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয় বাংলাদেশের মুস্তাফিজুর রহমান সৈকত। আগামী শুক্রবার মিলন সঙ্ঘ সেমিফাইনালে মোহনবাগান সেইল ফুটবল অ্যাকাডেমির মুখোমুখি হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Milan Sangha Football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE