Advertisement
২৪ মে ২০২৪

গোষ্ঠীদ্বন্দ্ব ভুলতে নির্দেশ মন্ত্রীর

বৈঠকের পরে তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “গোষ্ঠীদ্বন্দ্বের কোনও ব্যাপার নেই। আগামী পঞ্চায়েত নির্বাচন একসঙ্গে মিলেমিশে সবাই মিলে দলীয় কর্মী-নেতারা লড়াই করবে। আগামী দিনের নানা কর্মসূচি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।”

নিজস্ব সংবাদদাতা
কোচবিহার শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০১৮ ০১:৪৯
Share: Save:

পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে রুখতে একসঙ্গে মিলেমিশে কাজ করার নির্দেশ দিলেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। রবিবার দুপুরে দলের কোচবিহার জেলা পার্টি অফিসে দলের কোর কমিটির বৈঠক হয়। ওই বৈঠকে দলের মন্ত্রী বিধায়ক, সাংসদ ছাড়াও কোর কমিটির অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। দলীয় সূত্রের খবর, বন্ধ ঘরের ভিতরের ওই বৈঠকে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে সরব হন সব নেতারাই। একসময় ঘরের ভিতরে আওয়াজ বাইরেও চলে আসে।

বৈঠকের পরে তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “গোষ্ঠীদ্বন্দ্বের কোনও ব্যাপার নেই। আগামী পঞ্চায়েত নির্বাচন একসঙ্গে মিলেমিশে সবাই মিলে দলীয় কর্মী-নেতারা লড়াই করবে। আগামী দিনের নানা কর্মসূচি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।”

দলীয় সূত্রেই খবর, সম্প্রতি একাধিক এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিয়েছে। মেখলিগঞ্জ থেকে শুরু করে দিনহাটা, কোচবিহার দক্ষিণ কেন্দ্রে একই চিত্র। গোসানিমারি ও চান্দামারিতে পর পর সংঘর্ষের ঘটনা ঘটেছে। পঞ্চায়েত নির্বাচনের মুখে এই অবস্থার পরিবর্তন না আনতে পারলে যে বিরোধীদের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে তা বুঝতে পেরেছেন জেলা নেতৃত্ব। বৈঠকের শুরু থেকেই তাই ওই সুর ছিল সেখানে। কোথায়, কার দোষ তা নিয়ে আলোচনা হয় বৈঠকে। তাতেই কয়েক জন নেতার মধ্যে বিরোধ তৈরি হয়। পরে অবশ্য প্রত্যেকেই একসঙ্গে চলার ব্যাপারে সায় দেন। দলের কোচবিহার জেলার সহ সভাপতি আব্দুল জলিল আহমেদ বলেন, “গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার নেই। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ মেনেই দল চলবে। দলবিরোধী কাজ মেনে নেওয়া হবে না।”

কোচবিহারের সাংসদ তথা জেলার যুব সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, “দলের নানা বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আগামী দিনে দলীয় নেতৃত্বের পরামর্শ মেনে দলের সংগঠন আরও শক্তিশালী করে তোলা হবে।”

জেলা সভাপতি রবীন্দ্রনাথবাবু জানান, তারা ওই বৈঠকে কেন্দ্রীয় সরকারের নানা জনবিরোধী কাজের বিরোধিতা করে গ্রামে গঞ্জে পৌঁছনোর সিদ্ধান্ত নিয়েছেন। আগামী দিনে গ্রামে গ্রামে বৈঠক করে দলের-কর্মী নেতারা তা নিয়ে প্রচার করবেন। বৈঠকে বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন, বিধায়ক উদয়ন গুহ, মিহির গোস্বামী, হিতেন বর্মন উপস্থিত ছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rabindranath Ghosh TMC Group Clash
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE