Advertisement
১৯ এপ্রিল ২০২৪

বাইকে ছুটিয়ে ডাকাতি

মোটরবাইক চালিয়ে এসে লক্ষাধিক টাকা ভর্তি ব্যাগ ছিনতাই করে হিন্দি সিনেমার কায়দায় পালালো এক দুষ্কৃতী। শুক্রবার দুপুর দেড়টা নাগাদ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের থানার সামনে অফিসপাড়া এলাকার ঘটনা।

নিজস্ব সংবাদদাতা
বালুরঘাট শেষ আপডেট: ১৩ মে ২০১৭ ০২:৪৭
Share: Save:

মোটরবাইক চালিয়ে এসে লক্ষাধিক টাকা ভর্তি ব্যাগ ছিনতাই করে হিন্দি সিনেমার কায়দায় পালালো এক দুষ্কৃতী। শুক্রবার দুপুর দেড়টা নাগাদ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের থানার সামনে অফিসপাড়া এলাকার ঘটনা।

ওই রাস্তায় এক ধারে জেলাশাসক সহ প্রশাসনের একাধিক দফতর। অন্য ধারে বালুরঘাট থানা, পুলিশ সুপারের অফিস, জেলা আদালত, জেলা ডাকঘর। এমন ভিআইপি এলাকার সদর রাস্তা থেকে ছিনতাইয়ের ঘটনায় ক্ষুব্ধ শহরের ব্যবসায়ী মহল। তাঁদের অভিযোগ, থানা মোড়ে ডিউটিতে থাকা একাধিক ট্রাফিক পুলিশ এবং সিভিক ভলান্টিয়াদের সামনে দিয়ে বাইক ছুটিয়ে কী করে ছিনতাইকারি পালাল?

মাত্র দু’সপ্তাহ আগে ওই এলাকায় স্পিডব্রেকার ও হাম্প বসানো হয়েছে। তা সত্ত্বেও দুরন্ত গতিতে ওই বাইককে ছুটতে দেখেও রাস্তার মোড়গুলিতে থাকা সিভিক ভলান্টিয়ার ও পুলিশ আটকানোর চেষ্টা করেনি বলে ব্যবসায়ীদের অভিযোগ।

তা ছাড়াও পুরো ওই অফিসপাড়া এলাকাটি সিসিটিভি ক্যামেরার নজরদারির মধ্যে থাকা সত্ত্বেও বিকেল পর্যন্ত ছিনতাইকারি বাইকের চালক এবং তার মোটরবাইকের নম্বর পুলিশ হদিশ করতে না পারায় শহরে গুঞ্জন উঠেছে। সিসিটিভিতে ধরা ছবি বড় করতে গেলে তা ফেটে অস্পষ্ট হয়ে যাওয়ায় মোটরবাইকের নম্বর পুলিশ উদ্ধার করতে পারেনি বলে অভিযোগ। গঙ্গারামপুরের চালকল ব্যবসায়ী সংস্থার ম্যানেজার কল্যাণ চক্রবর্তী দাবি করেন, তাঁর ব্যাগে ৫ লক্ষ টাকা ছিল। চলন্ত বাইক থেকে তা ছিনতাই করা হয়। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীদের ধরার জন্য তল্লাশি শুরু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dacoity Miscreants
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE