দাড়িভিটে গিয়ে সাধারণ মানুষের তুমুল বিক্ষোভের মুখে পড়লেন গোয়ালপোখরের বিধায়ক তথা মন্ত্রী গোলাম রব্বানি এবং ইসলামপুরের বিধায়ক কানাইয়ালাল অগ্রবাল।
ঘটনার চার দিন পর, রবিবার এই দুই নেতা ইসলামপুরের দাড়িভিটে নিহত তাপস বর্মণ এবং রাজেশ সরকারের বাড়ি যান। এবং যাওয়ামাত্রই তুমুল বিক্ষোভের মুখে পড়েন তাঁরা। মন্ত্রীর সামনে নিহত তাপসের মা মঞ্জুদেবী কান্নায় ভেঙ্গে পড়েন। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। কথা বলতে বলতে বারবার তিনি ভেঙে পড়েন।
গ্রামবাসীরা এ দিন মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখিয়ে জানতে চান, কেন এত দেরিতে এসেছেন তিনি। সেদিন পুলিশ গুলি চালিয়েছিল বলে নিহত দুই যুবকের পরিবার মন্ত্রীর কাছে নালিশ জানায়। পুলিশের শাস্তির দাবি করেন তাঁরা। গ্রামবাসীরা মন্ত্রীর বিধায়কের কাছে সিবিআই তদন্তের দাবি করেন। মন্ত্রী গোলাম রব্বানি আশ্বাস দেন, ঘটনার নিরপেক্ষ তদন্ত করা হবে। দোষীদের শাস্তি দেওয়া হবে।
গোটা গ্রাম যে ক্ষোভ রয়েছে তা স্বীকার করেন মন্ত্রী। তিনি বলেন, ‘‘যে গ্রামে তরতাজা দুই যুবকের প্রাণ গিয়েছে, সেখানে ক্ষোভ স্বাভাবিক। এটাও ঠিক, আমরা অনেক দেরিতে পৌঁছলাম। ওই দুই পরিবারের পাশে রয়েছি।’’