Advertisement
০২ মে ২০২৪

বাংলার গর্ব...

এভারেস্ট জয় করে বাড়ি ফেরার পথে বাগডোগরায় পর্বতারোহী দুই ছাত্রীকে নিয়ে সংবর্ধনায় মেতে উঠলেন বিভিন্ন সংগঠন এবং পরিবারের লোকেরা। বুধবার বেলা ১১টা নাগাদ কাঠমান্ডু থেকে বিমানে দিল্লি হয়ে বাগডোগরায় নামে ওই দুই এভারেস্ট জয়ী সুলক্ষণা তামাঙ্গ এবং ত্রিশলা গুরুঙ্গ। এদিনই দার্জিলিঙে বাড়িতে ফেরেন তাঁরা।

শেষ আপডেট: ১৬ জুন ২০১৬ ০৮:০৪
Share: Save:

এভারেস্ট জয় করে বাড়ি ফেরার পথে বাগডোগরায় পর্বতারোহী দুই ছাত্রীকে নিয়ে সংবর্ধনায় মেতে উঠলেন বিভিন্ন সংগঠন এবং পরিবারের লোকেরা। বুধবার বেলা ১১টা নাগাদ কাঠমান্ডু থেকে বিমানে দিল্লি হয়ে বাগডোগরায় নামে ওই দুই এভারেস্ট জয়ী সুলক্ষণা তামাঙ্গ এবং ত্রিশলা গুরুঙ্গ। এদিনই দার্জিলিঙে বাড়িতে ফেরেন তাঁরা। বাগডোগরা বিমানবন্দরে তাঁদের জন্য ফুল, মালা, খাদা নিয়ে অপেক্ষায় ছিলেন শিলিগুড়ি গোর্খা বিকাশ মঞ্চ, শিলিগুড়ি দেউকেটা সঙ্ঘের মতো বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। ছিলেন দুই মহিলা পর্বতারোহীর পরিজনেরা। এনসিসির তরফে তাঁদের অভিযানের ব্যবস্থা করা হয়েছিল। এনসিসি শিলিগুড়ি বাংলা গার্লস ব্যাটেলিয়ান শাখার দুই প্রতিনিধিও এসেছিলেন তাদের সংবর্ধনা জানাতে অফিসে নিয়ে যাওয়ার জন্য। ছিলেন স্থানীয় বাসিন্দারাও। ত্রিশলা এবং সুলক্ষণা জানান অভিযানের জন্য প্রায় প্রায় তিন মাস তাঁরা বাড়ির বাইরে রয়েছেন। অভিযানের সময় নানা দুর্ঘটনার খবর আসছিল। কয়েকজন পর্বতারোহীকেও হারাতে হয়েছে। ওই পরিস্থিতিতে উদ্বিগ্ন ছিলেন পরিবারের লোকেরাও। নানা বাধা পেরিয়ে শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছতে পেরে তাঁরা খুশি। বুধবার বিশ্বরূপ বসাকের তোলা ছবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mountaineer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE