Advertisement
০৩ মে ২০২৪
Mystery

সঙ্গীতার অন্তর্ধান রহস্যে ক্রমশই উদ্বেগ বাড়ছে

সঙ্গীতা কুণ্ডুর অন্তর্ধান রহস্যের কিনারা না হওয়ায় সব মহলেই বাড়ছে ক্ষোভ-উদ্বেগ। দ্রুত তাঁকে খুঁজে বার করার দাবিতে আন্দোলনে নেমেছে বামেরা।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০১৬ ০১:৪৮
Share: Save:

সঙ্গীতা কুণ্ডুর অন্তর্ধান নিয়ে রহস্য ক্রমশই ঘণীভূত হয়ে চলেছে। অন্তর্ধানের কিনারা না হওয়ায় সব মহলেই ধীরে ধীরে বাড়ছে উদ্বেগ। এরই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বাড়ছে ক্ষোভও। তাঁকে দ্রুত খুঁজে বার করার দাবিতে আন্দোলনে নেমেছে বামেরা। সেই সঙ্গে সঙ্গীতা যে সংস্থায় কর্মরত ছিলেন, সেখানকার কর্ণধারের স্ত্রী ও পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার পর্যটন মন্ত্রী গৌতম দেব ও শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্যের কাছেও লিখিত আবেদন করে দ্রুত রহস্য সমাধানের আর্জি জানানো হয়েছে। পর্যটন মন্ত্রী বলেছেন, ‘‘আমি আগেও পুলিশকে বলেছি। আবারও জানিয়েছি, দ্রুত তরুণীর হদিস করতে হবে।’’ শিলিগুড়ির মেয়র জানান, তরুণীকে খুঁজে না বার করতে পারলে পুলিশের দক্ষতা নিয়ে প্রশ্ন তো উঠবেই। এমনকী, শিলিগুড়িতে কর্মরতারা অনেকেই আতঙ্কিত হয়ে পড়বেন বলে অশোকবাবুর ধারণা।

ঘটনাচক্রে, ওই সংস্থার কর্ণধারের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করেছেন তরুণীর পরিবার। কর্ণধারের স্ত্রী সেই প্রসঙ্গে টেনে এনে অশোকবাবুকে জানিয়েছেন, তাঁর স্বামী দোষী প্রমাণিত হলে নিশ্চয়ই শাস্তি পাবেন। কিন্তু, কোনও প্রমাণ ছাড়াই তাঁকে ও তাঁর সংস্থার কর্মীদের যে ভাবে কাঠগড়ায় তোলার চেষ্টা হচ্ছে তাতে শঙ্কিত তিনি। সংস্থার কর্ণধারের স্ত্রী বলেন, ‘‘আমার স্বামীর বিরুদ্ধে অহেতুক অপহরণের অভিযোগ করা হয়েছে। কিন্তু, আমার মনে হচ্ছে, আমাদের সংস্থা তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে। সেটা হলে শতাধিক পরিবার বিপদে পড়বে। আমাদের সংস্থার কর্মীরা যাতে কর্মহীন না হয়ে পড়ে সে জন্য পুলিশ-প্রশাসন, জনপ্রতিনিধিদের সহযোগিতা চেয়েছি।’’

এ দিন সঙ্গীতা কুণ্ডুর খোঁজ চেয়ে স্মারকলিপি দিল দুই বাম সংগঠন। মঙ্গলবার শিলিগুড়ির এডিসিপিকে স্মারকলিপি দেন ডিওয়াইএফের সদস্যরা, গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্যরা শিলিগুড়ি থানায় সঙ্গীতা নিখোঁজ রহস্যের দ্রুত কিনারা দাবি জানিয়েছেন। অভিযোগ। সঙ্গীতার পরিবারের তরফে অপহরণের অভিযোগও দায়ের করা হয়েছে।

ডিওয়াইএফের শিলিগুড়ি জোনাল কমিটির সম্পাদক উদয়ন দাশগুপ্তের দাবি, ‘‘সঙ্গীতাকে উদ্ধার করা সম্ভব না হলে শহরের কর্মরতা মহিলাদের আতঙ্ক-উদ্বেগ কাটবে না।’’ তাঁরা পুলিশ-প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে লিখিত অভিযোগ করেছেন, ওই তরুণী অতীতে কত বার, কার সঙ্গে, কেন ‘নিখোঁজ’ হয়েছিলেন সেটাও খতিয়ে দেখা হোক। শিলিগুড়ির পুলিশ কমিশনার চেলিং সিমিক লেপচা অবশ্য তদন্তে পাওয়া সব তথ্য খতিয়ে দেখা হচ্ছে বলে দাবি করেছেন।

আরও পড়ুন: দীপালিকায় জ্বালাও আলো...

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sangeeta Police disappearance Mystery
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE