প্রধানমন্ত্রী হিসাবে প্রায় নয় বছর পরে আজ, বৃহস্পতিবার আলিপুরদুয়ারে আসছেন নরেন্দ্র মোদী। শহরের প্যারেড গ্রাউন্ডে প্রশাসনিক একটি সভার পাশাপাশি জনসভাও করবেন তিনি। কিন্তু প্রশ্ন উঠছে, গত কয়েকটি নির্বাচনে বার বার প্রধানমন্ত্রীকে আলিপুরদুয়ার সফরে নিয়ে আসার চেষ্টা করেছিলেন বিজেপির জেলা শীর্ষ নেতারা। কিন্তু তাতে কাজ হয়নি। সে সময় পাশের জেলা কোচবিহারেও সভা করেছেন তিনি। কিন্তু আলিপুরদুয়ারে আসেননি।
তা হলে আচমকা এ বার কেন তিনি আলিপুরদুয়ারে আসছেন?
বিজেপির অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক তথা ফালাকাটার বিধায়ক দীপক বর্মণ বলেন, “প্রধানমন্ত্রী কেন আলিপুরদুয়ার জেলায় আসছেন, সেটা নিয়ে আমাদের আলাদা করে কিছু বলার নেই। তবে পিএমও থেকে আমাদের জানানো হয়েছিল, প্রধানমন্ত্রী আলিপুরদুয়ারে আসছেন। সেই অনুযায়ী আমরা প্রস্তুতি নিয়েছি।”
সম্প্রতি, প্রাক্তন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। গত লোকসভা ভোটে কোচবিহার আসন বিজেপি হেরেছে। মাদারিহাট এবং সিতাই-র বিধানসভায় শাসক দল জিতেছে। ২০২১সালের বিধানসভার নির্বাচনে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের সব আসনে জয়ী হয়েছিল বিজেপি। কিন্তু গত লোকসভা নির্বাচন থেকে তাদের ভোট কমতে শুরু করে। মনোজ টিগ্গার জয়ের ব্যাবধানও অনেকটা কমে যায়। মাদারিহাটে বিধানসভার উপ নির্বাচনে হারতে হয় বিজেপি প্রার্থীকে।
জন বার্লা এ দিন বলেন, ‘‘ডুয়ার্স-সহ গোটা উত্তরবঙ্গে বিজেপির মধ্যে একটা ডামাডোল পরিস্থিতি চলছে। সেই কারণেই বিজেপিকে প্রধানমন্ত্রীকে আলিপুরদুয়ারে আনতে হচ্ছে।’’ আবার উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলছেন, ‘‘২০২৬ সালের নির্বাচনের আগে এটা ওয়ার্ম-আপ করতে উত্তরবঙ্গে আসছেন মোদী। মনোজ টিগ্গা অবশ্য উদয়নের কথায় কিছুটা হলেও সিলমোহরও দিয়েছেন। আলিপুরদুয়ারের বিজেপি সাংসদের কথায়, “কোনও একটা জায়গা থেকে কাউকে তো শুরু করতে হবে। আমাদের প্রধানমন্ত্রী এ রাজ্যে আলিপুরদুয়ার থেকে সেটা শুরু করছেন। দলের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষও উদ্বুদ্ধ হবেন।”
আলিপুরদুয়ারের সভা থেকে বিপিসিএল-এর সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী। প্রশাসন সূত্রের খবর, প্রথমে সেই অনুষ্ঠান হবে। তার পর জনসভা করবেন প্রধানমন্ত্রী। কিন্তু সেই সভায় কত লোকের জমায়েত হবে তা নিয়ে অবশ্য এখনও চিন্তায় রয়েছেন বিজেপি নেতৃত্বের একাংশ। বৃহস্পতিবার সকাল থেকে আলিপুরদুয়ার শহরে ট্র্যাফিক নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)