Advertisement
৩০ এপ্রিল ২০২৪

শহরে স্টেট র‌্যাঙ্কিং টিটি

স্টেজ থ্রি উত্তরবঙ্গ স্টেট র‌্যাঙ্কিং টেবিল টেনিস প্রতিযোগিতায় পুরুষ বিভাগে সেরা হলেন অর্ণব অধিকারী। প্রতিযোগিতার আয়োজক নর্থবেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশন।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৭ ০২:২০
Share: Save:

স্টেজ থ্রি উত্তরবঙ্গ স্টেট র‌্যাঙ্কিং টেবিল টেনিস প্রতিযোগিতায় পুরুষ বিভাগে সেরা হলেন অর্ণব অধিকারী। প্রতিযোগিতার আয়োজক নর্থবেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশন।

রবিবার রাতে আশ্রমপাড়ায় নর্থবেঙ্গল টেবিল টেনিস অ্যাকাডেমিতে ফাইনাল ম্যাচে রাজীব সরকারকে ৪-১ গেমে হারিয়েছেন অর্ণব। মহিলা বিভাগে সেরা হয়েছেন সাগরিকা মুখোপাধ্যায়। ফাইনালে সাগরিকা ৪-২ গেমে হারিয়েছেন টেকমি সরকারকে। যুব বিভাগে মেয়েদের মধ্যে নিকিতা সরকার চ্যাম্পিয়ন হয়েছে। সে ৪-০ গেমে পূজা পালকে হারিয়েছে। নিকিতা জুনিয়র বিভাগেও সেরা হয়েছে দীক্ষা বিশ্বাসকে হারিয়ে। তবে দীক্ষাকে হারাতে তাকে বেগ পেতে হয়েছে ওই ম্যাচের ফলাফল ৪-৩।

ছেলেদের যুব বিভাগে ফাইনালে জয়ী হয়েছে মৈনাক দাস। ছেলেদের জুনিয়র বিভাগে জয়ব্রত ভট্টাচার্য সেরা। ফাইনালে সৌম্যদীপ সরকারকে ৪-০ গেমে উড়িয়ে দিয়েছে জয়ব্রত। সাবজুনিয়র বিভাগেও জয়ব্রতর কাছে ৩-১ গেমে হেরে যায় সৌম্যদীপ।

মেয়েদের সাব জুনিয়র বিভাগে সেরা হয়েছে সমৃদ্ধি বণিক। সমৃদ্ধি ৩-১ গেমে হারিয়েছে সৃষ্টি গোস্বামীকে। নর্থবেঙ্গল টেবল টেনিস অ্যাসোসিয়েশনের অন্যতম কর্মকর্তা সুব্রত রায় রবিবারের ম্যাচগুলি নিয়ে বেশ উচ্ছ্বসিত।

সুব্রত রায় বলেন , ‘‘মরসুমের প্রথম র‌্যাঙ্কিং প্রতিযোগিতা ছিল এটি। ‘স্টেজ ওয়ান’, ‘টু’ এবং ‘থ্রি’ মিলিয়ে অন্তত ১৫টি স্টেট র‌্যাঙ্কিং প্রতিযোগিতা হয়।’’ তিনি জানান, পাঁচটি জোনাল এবং বিভিন্ন স্টেট র‌্যাঙ্কিং প্রতিযোগিতায় সাফল্যের উপরেই জাতীয় প্রতিযোগিতার দল নির্বাচনের সময় সুযোগ মেলে খেলোয়াড়দের।

এ দিন ক‌্যাডেটের মেয়েদের বিভাগে ফাইনালে সম্প্রীতি রায় ৩-০ গেমে হারিয়েছে ঋষিতা দে’কে। ছেলেদের বিভাগে সৌম্যদীপ নিয়োগী সেরা। সৌম্যদীপ ৩-১ গেমে হারিয়েছে সপ্তাশ্ব চক্রবর্তীকে।

ছেলেদের নার্সারি বিভাগে পুনিত বিশ্বাস সেরা। ফাইনালে পুনিত ২-০ গোমে হারায় সংগ্রাম সরকারকে।

মেয়েদের নার্সারি বিভাগে ঋদ্ধি ঠাকুর জয়ী হয়েছে। ফাইনালে ঋদ্ধি ২-১ গেমে হারিয়েছে তৃষা মিত্রকে। ছেলেদের হোপ বিভাগে রোনাল্ড সরকার ২-০ গেমে হারিয়েছে অদ্রিশ মৈত্রকে। মেয়েদের মধ্যে মৈত্রেয়ী দে ২-০ গেমে হারায় নবরাশি সাপকোটাকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE