Advertisement
E-Paper

অবশেষে খুলছে নয়াসাইলি

প্রায় তিনমাস বন্ধ থাকার পর অবশেষে খুলছে ডুয়ার্সের নয়াসাইলি চা বাগান। বৃহস্পতিবার ডুয়ার্সের বীরপাড়াতে ইন্ডিয়ান টি প্লানটেশন অ্যাসোসিয়েশনের দফতরে দ্বিপাক্ষিক বৈঠকে বাগান খুলতে সম্মত হয়ে যায় মালিক ও শ্রমিক পক্ষ। আজ শুক্রবার থেকেই নাগরাকাটার নয়াসাইলিতে স্বাভাবিক কাজ শুরু হয়ে যাবে বলেও বাগান কর্তৃপক্ষ জানিয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৬ ০২:১৭

প্রায় তিনমাস বন্ধ থাকার পর অবশেষে খুলছে ডুয়ার্সের নয়াসাইলি চা বাগান। বৃহস্পতিবার ডুয়ার্সের বীরপাড়াতে ইন্ডিয়ান টি প্লানটেশন অ্যাসোসিয়েশনের দফতরে দ্বিপাক্ষিক বৈঠকে বাগান খুলতে সম্মত হয়ে যায় মালিক ও শ্রমিক পক্ষ। আজ শুক্রবার থেকেই নাগরাকাটার নয়াসাইলিতে স্বাভাবিক কাজ শুরু হয়ে যাবে বলেও বাগান কর্তৃপক্ষ জানিয়েছে। উল্লেখ্য গত ২৪সেপ্টেম্বর ডুয়ার্সের নয়াসাইলি চা বাগানে কর্মবিরতির নোটিশ ঝুলিয়ে বাগান ছাড়ে মালিকপক্ষ। পুজোর বোনাস ২০শতাংশ হারে না দিয়ে ১৬শতাংশ হারে দিতে চেয়েছিল মালিকপক্ষ। কিন্তু ২০শতাংশ হারেই বোনাস চেয়ে অনড় ছিল সবকটি শ্রমিক সংগঠন। শ্রমিক বিক্ষোভের জেরে এরপর পুজোর মুখে বোনাস সমস্যা না মিটিয়ে বাগান বন্ধ করে দেয় মালিকপক্ষ। পুজো , দীপাবলি কেটে গেলেও কোন ত্রিপাক্ষিক বৈঠকেই সুরাহা মেলে নি নয়া সাইলির।

এই অবস্থায়, মালিকপক্ষ জানান, এখন আর ১৬শতাংশ হারেও বোনাস দেওয়া সম্ভব নয়। প্রায় তিনমাস বন্ধের পর বাগান কর্তৃপক্ষ লোকসানের মুখে পড়েছে। মালিকপক্ষের প্রস্তাব, ন্যূনতম ৮.৩৩ শতাংশ হারেই বোনাস দেওয়া যাবে। তাও আগামী বছরে দোলের আগে দেওয়া হবে। তিন মাস কাজ নেই। তার মধ্যে নোটংবাতিলের পর পরিস্থিতি আরও ঘোরালো হয়েছে। চাপের মুখে বাগান খুলতে সম্মত হয় শ্রমিক সংগঠনগুলি। কিন্তু তাদের তরফে জানুয়ারি মাসে বোনাসের টাকা মেটানোর দাবি এদিন জানানো হয়েছে। আইটিপিএর ডুয়ার্স এলাকার কর্মকর্তা প্রসেনজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় এদিন বৈঠকটি আয়োজিত হয়। প্রসেনজিত বাবু বলেন, ‘‘১০৫৮ শ্রমিক বিশিষ্ট নয়া সাইলি বাগানের শ্রমিক মালিকেরা যাতে সুষ্ঠুভাবে আলোচনা করতে পারেন, সেটুকু ব্যবস্থা আমরা করেছিলাম। বাগান খুলেছে এটাই সবচেয়ে বড় ব্যাপার।’’

Naya Saili tea garden
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy