Advertisement
২৫ এপ্রিল ২০২৪

তাজমহল গড়ে চমক জলপাইগুড়িতে

এ বার জলপাইগুড়ি শহরে বসেই পৃথিবীর সপ্তম আশ্চর্যের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা লাভ ৷ কালীপুজোয় এখানেই তৈরি হচ্ছে আস্ত একটা তাজমহল৷ শহরের দেশবন্ধু নগর উত্তর পল্লীর পুজোতে গেলেই মিলে যাবে আশ্চর্য এই সৌধের সন্ধান৷ বেশ কয়েক বছর আগেই থিমের পুজোর জোয়ার এসেছে উত্তর পল্লীর কালী পুজোয় ৷

রাতেও চলছে মহল তৈরির কাজ। — নিজস্ব চিত্র

রাতেও চলছে মহল তৈরির কাজ। — নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৬ ০১:৪৯
Share: Save:

এ বার জলপাইগুড়ি শহরে বসেই পৃথিবীর সপ্তম আশ্চর্যের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা লাভ ৷ কালীপুজোয় এখানেই তৈরি হচ্ছে আস্ত একটা তাজমহল৷ শহরের দেশবন্ধু নগর উত্তর পল্লীর পুজোতে গেলেই মিলে যাবে আশ্চর্য এই সৌধের সন্ধান৷ বেশ কয়েক বছর আগেই থিমের পুজোর জোয়ার এসেছে উত্তর পল্লীর কালী পুজোয় ৷ ইতিমধ্যেই তারা টাইটানিক জাহাজ, কান্দাহারের বিমান ছিনতাই কিংবা গাইসালের ট্রেন দূর্ঘটনাকে থিম করে কালী পুজোয় চমক দিয়েছে ৷ আর এ বছর আস্ত একটা তাজমহল গড়ে জলপাইগুড়ির মানুষকে চমক দিতে তৈরি হচ্ছে এই পুজো কমিটি৷

দেশবন্ধু নগর স্কুলের মাঠে বর্তমানে চলছে এই তাজমহলের নির্মাণ কাজ৷ প্রায় ১০৫ ফুট চওড়া ও ৭৫ ফুট লম্বা হবে এই তাজমহল৷ যা তৈরি হচ্ছে বাঁশ, কাপড়, প্লাই ও থার্মোকল দিয়ে৷ তাজমহলের গায়ে থাকবে নানান নক্সা৷ ঢোকার মুখে থাকবে একটি সুদৃশ্য বাগান৷ যেখানে শোভা পাবে নানান ধরণের গাছ ৷ শুধু তাই নয়, দর্শকরা যাতে দাঁড়িয়ে ভাল করে তাজমহলটি দেখার সুযোগ পান সেজন্য থাকবে একটি প্ল্যাটফর্মও৷ জলপাইগুড়ি শহরের বুকে এই তাজমহলটি তৈরি করছেন কোচবিহারের মাথাভাঙার শিল্পী সনৎ কুন্ডু ৷ তাঁর কথায়, ‘‘আসল তাজমহলের আদলে এই মণ্ডপটি তৈরি করা হচ্ছে ৷ ফলে যারা এখনও তাজমহল দেখেননি, উত্তরপল্লীর কালীপুজোতে গেলে তাদের সেই স্বাদ অনেকটাই মিটবে বলে আশা করছি৷’’

এই মুহুর্তে এই তাজমহলটিকে চূড়ান্ত রূপ দিতেই ব্যস্ত শিল্পী থেকে শুরু করে উত্তরপল্লীর পুজো উদ্যোক্তারা৷ পুজো কমিটির যুগ্ম সম্পাদক সমরজিৎ ঘোষের কথায়, ‘‘কালী পুজোয় এর আগে আমরা অনেক থিম করেছি৷ কিন্তু বহু দিন ধরেই ইচ্ছা ছিল একবার পৃথিবীর সপ্তম আশ্চর্যকে আমাদের পুজোর মাধ্যমে তুলে ধরার৷ এ বার সেটা সম্ভব হওয়ায় সবাই খুশী ৷ আশা করি জলপাইগুড়ির দর্শকদেরও ভাল লাগবে ৷’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kali puja Jalpaiguri Palace
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE