পুরভোট নজরে রেখে এ বার তৃণমূল বিধায়ক উদয়ন গুহের গড় দিনহাটায় দায়িত্ব পেলেন কোচবিহারের সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। আসন্ন পুরভোটে রণকৌশল ঠিক করতেই বৃহস্পতিবার বৈঠকে বসেছিল কোচবিহার জেলা বিজেপি। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত হয়।
একই সঙ্গে কোচবিহার পুরসভা, তুফানগঞ্জ পুরসভা ও মাথাভাঙ্গা পুরভার দায়িত্ব দেওয়া হয়েছে জেলার তিন বিধায়ককে। তুফানগঞ্জের দায়িত্বে বিধায়ক মালতি রাভা রায়। মাথাভাঙ্গায় সুশীল বর্মণকে আর কোচবিহার পুরসভার দায়িত্বে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে।