Advertisement
১৮ মে ২০২৪
Maldah

Malda: বাড়ি থেকে উদ্ধার নিঃসন্তান দম্পতির ঝুলন্ত দেহ! মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

প্রতিবেশীরা জানাচ্ছেন, দীর্ঘদিন ধরে ওই এলাকার বাসিন্দা হলেও তাঁদের সঙ্গে কোনও রকম যোগাযোগ রাখতেন না দম্পতি।

ঘর থেকে উদ্ধার হয় দম্পতির দেহ।

ঘর থেকে উদ্ধার হয় দম্পতির দেহ। প্রতীকী চিত্র।

নিজস্ব সংবাদদাতা
চাঁচল শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২২ ১০:০৫
Share: Save:

বাড়ির পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার বৃদ্ধ দম্পতির ঝুলন্ত দেহ। শনিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল মালদহের চাঁচলের কলিগ্রাম এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, মৃত দম্পতির নাম যোগেন রক্ষিত (৫২) এবং সোনামণি রক্ষিত (৪৩)। যোগেন জমির ব্যবসা করতেন। ওই দম্পতি নিঃসন্তান ছিলেন। কলিগ্রামে পৈতৃক পুরনো বাড়িতে বসবাস করতেন তাঁরা। শনিবার রাতে ওই বাড়িরই একটি পরিত্যক্ত ঘরে দম্পতিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা। তাঁরা যোগেনবাবুদের আত্মীয়দের খবর দেন। খবর দেওয়া হয় চাঁচল থানাতেও। পরে পুলিশ ঘটনাস্থলে এসে দেহ দু’টি উদ্ধার করে নিয়ে যায়।

প্রতিবেশীরা জানাচ্ছেন, দীর্ঘদিন ধরে ওই এলাকার বাসিন্দা হলেও তাঁদের সঙ্গে কোনও রকম যোগাযোগ রাখতেন না তাঁরা। মৃত যোগেনের ভাইপো ছোটন রক্ষিত বলেন, “কাকু-কাকিমা একাই থাকতেন। ওঁদের ছেলেমেয়ে নেই। নিঃসঙ্গ ছিলেন। কারও সঙ্গে সে ভাবে মেলামেশাও করতেন না। কাকু জমির ব্যবসা করতেন। কাকিমা বাড়িতেই থাকতেন।’’ তবে ব্যবসা সংক্রান্ত কোনও সমস্যা বা বাজারে যোগেনের ঋণ ছিল কি না, তা বলতে পারেননি তাঁর আত্মীয়রা। ছোটনের কথায়, ‘‘কাকু-কাকিমার মধ্যে কোনও দিন অশান্তি হয়েছে, এমন কথা শুনিনি।’’

স্থানীয় বাসিন্দা সৌমেন রায়চৌধুরী বলেন, “লোকজনের মুখে শুনেছি, ওঁদের অনেক দেনা হয়েছিল। দীর্ঘ দিন ধরে বাড়িতে তালা মারা থাকত। তাঁদের দেখাও যেত না। ওঁরা কারও সঙ্গে মিশতেন না। এখন শুনছি, বাড়িতে তালা মারা থাকলেও ওই বাড়িতেই নাকি ওঁরা থাকতেন।’’

চাঁচল থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। পুলিশের তরফে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Maldah mystery death Death Couple Death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE