Advertisement
২৫ এপ্রিল ২০২৪
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়

বাড়ল অনলাইনে ভর্তির দিন

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলিতে অনলাইনে ভর্তির আবেদন করার দিন বাড়ানো হল। সোমবার বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির বৈঠকে ওই সিদ্ধান্ত হয়েছে। সেই মতো ১-৫ জুলাই কলেজগুলিতে অনলাইন ব্যবস্থায় ফের ভর্তির প্রক্রিয়া আরেক দফায় হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ৩০ জুন ২০১৫ ০১:৫৮
Share: Save:

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলিতে অনলাইনে ভর্তির আবেদন করার দিন বাড়ানো হল। সোমবার বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির বৈঠকে ওই সিদ্ধান্ত হয়েছে। সেই মতো ১-৫ জুলাই কলেজগুলিতে অনলাইন ব্যবস্থায় ফের ভর্তির প্রক্রিয়া আরেক দফায় হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান। সেই সঙ্গে আসনও বাড়ানো হয়েছে কলেজগুলির একাংশে। ১৯ টি কলেজে নতুন বিষয় চালু করা হচ্ছে। সোনাপুরে একটি কলেজ এ বছর চালু হচ্ছে। সব মিলিয়ে কয়েকশো আসন বাড়ছে গত বছরের তুলনায়।

উপাচার্য সোমনাথ ঘোষ বলেন, ‘‘অনলাইন ব্যবস্থায় এ বছর কলেজগুলিতে ভর্তির প্রক্রিয়া হয়েছে। তবে অনেকেই এই পদ্ধতিতে প্রথমবার ভর্তির আবেদন করতে গিয়ে সমস্যায় পড়ছেন বলে জানা গিয়েছে। ছাত্রছাত্রীদের সুবিধার কথা ভেবেই অনলাইনে ভর্তির দিন বাড়ানো হল। কলেজগুলির একাংশে আসনও বাড়ছে। এ দিন কর্মসমিতির বৈঠকে সে ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।’’

এ দিন কলেজগুলিতে অনলাইনের ভর্তির প্রক্রিয়ায় সুবিধা অসুবিধার খোঁজখবর নিতে শিলিগুড়ি মহিলা কলেজ, সূর্যসেন কলেজ, শিলিগুড়ি কলেজ পরিদর্শন করেন ডাইরেক্টরেট অব পাবলিক ইন্সস্ট্রাকশন (ডিপিআই) দফতরের অধিকর্তা। আগের দিন তারা বানারহাট কলেজেও গিয়েছিলেন। কলেজগুলি ঘুরে তারা বিশ্ববিদ্যালয়ের কর্ম সমিতির বৈঠকে যান। অন লাইন ব্যবস্থায় প্রথমবার কলেজগুলিতে ভর্তির প্রক্রিয়া হচ্ছে। প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীদের অনেকেই নতুন পদ্ধতি বুঝেনিতে সমস্যা হয়েছে। অনেকে আবেদন করতে পারেননি। সে কারণে আরও কয়েকদিন সময় বাড়ানোর পক্ষে তাঁরাও মত দেন। সেই মতো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও পাঁচ দিন ভর্তির প্রক্রিয়া নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ছাত্রছাত্রীদের সুবিধার জন্য এ দিন অনলাইনে ভর্তির প্রক্রিয়া আরও অন্তত দু’দিন বাড়ানোর দাবিতে মহকুমাশাসকের দফতরে স্মাপকলিপি দেয় ছাত্র পরিষদ। প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা সাইবার ক্যাফেতে গিয়ে অন্যের সাহায্য নিয়ে অনলাইনে ফর্ম ফিলাপ করতে গিয়ে ঠিক মতো করতে পারেননি বলে জানান। অনেক ছাত্রছাত্রী অনাসের্ পড়ার মতো আশি শতাংশের বেশি নম্বর পেলেও পাস কোর্সে ভুল করে আবেদন করেছেন বলে জানান। ওই ছাত্রছাত্রীদের অনার্সে সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করার দাবি জানান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE