চা বাগানের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে চলল গুলি। জখম হলেন এক শ্রমিক। শুক্রবার দুপুরে ঘটনার জেরে উত্তর দিনাজপুরের চোপড়ার হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েত এলাকার অশান্তি ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে হিরামনগছে ছুটে যায় চোপড়া থানার পুলিশ। দু’টি বন্দুক উদ্ধারের পাশাপাশি এক ব্যক্তিকে আটক করা হয়।
গুলিবিদ্ধ ব্যক্তিকে প্রথমে স্থানীয় দলুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং পরে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সংঘর্ষের ঘটনায় দু’পক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।
স্থানীয় সূত্রের খবর, ২৭ একরের ওই চা বাগানটিতে ৪০ জন শ্রমিক কাজ করেন। কিন্তু ওই শ্রমিকদের সঙ্গে আলোচনা না করেই স্থানীয় জমি মাফিয়া সিন্ডিকেট চা বাগানটি কিনে নেয়। শুক্রবার বাগানে শ্রমিকরা কাজে নামলেই পিয়ার আলি নামের বর্তমান বাগান মালিক এবং তার দলবল শ্রমিকদের কাজে নামতে বাধা দেন বলে অভিযোগ।