Advertisement
E-Paper

উত্তরবঙ্গে পার্ট থ্রি-র ফলাফলে এগিয়ে মেয়েরা

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলিতে বিএ, বিএসসি বিকমের পার্ট থ্রি’র ফলাফলে ছেলেদের চেয়ে এগিয়ে থাকল মেয়েরাই। সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফলাফল প্রকাশ করতেই দেখা যায় সাধারণ এবং অনার্স দু’টি ক্ষেত্রেই পাশের হারে মেয়েরা এগিয়ে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুন ২০১৫ ০১:৫৮

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলিতে বিএ, বিএসসি বিকমের পার্ট থ্রি’র ফলাফলে ছেলেদের চেয়ে এগিয়ে থাকল মেয়েরাই। সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফলাফল প্রকাশ করতেই দেখা যায় সাধারণ এবং অনার্স দু’টি ক্ষেত্রেই পাশের হারে মেয়েরা এগিয়ে। শুধু পাশের হারেই নয় ওই দুটির অধিকাংশ ক্ষেত্রে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন যাঁরা, তাদের মধ্যেও মেয়েরা সংখ্যারগরিষ্ঠ।

বিএ বিএসসি, বিকম অনার্সে মেয়েদের পাশের হার ৮১.৭০, ৮২.৯৫ এবং ৮১.৭০ শতাংশ। ছেলেদের পাশের হার ৭৪.৪৭, ৮১.১৬ এবং ৭১.৮০ শতাংশ। পাস কোর্সে বিএ, বিএসসি, বিকমে ছাত্রীদের পাশের হার যথাক্রমে ৫০.৫৬, ৯২.৩৪ এবং ৮২.৫৬ শতাংশ। ছাত্রদের পাশের হার ৪৫..৬০, ৮৩.৫২ ও ৭০.৮৮ শতাংশ।

অনার্সে প্রথম বিভাগে উত্তীর্ণদের মধ্যে বিএ’তে ১৪৬ জন ছাত্রী এবং ১১০ জন ছাত্র। বিকমে ৫৯ জন ছাত্রী এবং ৪০ জন ছাত্র। বিএসসি অনার্সে প্রথম বিভাগে পাশ করেছেন ১৭ জন ছাত্রী এবং ১২ জন ছাত্র। বিকমে ৩ জন করে ছাত্রছাত্রী প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন। কেবল পাশকোর্সে বিজ্ঞান বিভাগে প্রথম বিভাগে ছাত্রদের সংখ্যা বেশি। ছাত্র ১৩৫ জন এবং ছাত্রী ১০১ জন।

পরীক্ষা বিভাগের নিয়ামক সুশান্ত দাস বলেন, ‘‘ছাত্রদের তুলনায় ছাত্রীরা ক্রমশই ভাল ফল করছে। সেকারণে উত্তরবঙ্গে শিক্ষা ক্ষেত্রে মেয়েরা যে আর পিছিয়ে থাকছে না সেটা স্পষ্ট। গত কয়েক বছর ফলাফলেও লক্ষ্য করা গিয়েছে মেয়েদের পাশের হার আগের চেয়ে বাড়ছে। তবে অধিকাংশ বিভাগে ছেলেদের পাশের হারই এতদিন বেশি লক্ষ্য করা গিয়েছে।’’

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামকের বিভাগ জানিয়েছে, অনার্সে বিএ, বিএসসি এবং বিকমে পরীক্ষা দিয়েছিলেন ৯২৭৩, ১০৭৩ এবং ৭৪৫ জন। পাশ করেছেন ৭৯ .১, ৮২.৮৫ এবং ৮৬.৯৮ শতাংশ। গত বছরের তুলনায় এ বছর বিএ, বিকমে পাশের হার কমেছে। কেবল বিজ্ঞান বিভাগে পাশের হার .২৪ শতাংশ বেড়েছে। এ বছর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর বিভাগে অনলাইনের মাধ্যমে ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণ হবে। ৩০ জুন বিজ্ঞপ্তি দিয়ে তা জানিয়ে দেওয়া হবে। সেই মতো বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ১ জুলাই থেকে আবেদন করতে পারবেন প্রার্থীরা। ১২ জুলাই রাত ১২টা পর্যন্ত অনলাইনে ফর্ম জমা দেওয়া যাবে।

মেধা তালিকার ভিত্তিতে ৬০ শতাংশ আসনে এই বিশ্ববিদ্যায়ের অধীনে থাকা কলেজগুলির ছাত্রছাত্রীরা ভর্তি হবেন। বাকি ৪০ শতাংশ আসনে অন্য কলেজের ছাত্ররা পরীক্ষা দিয়ে ভর্তি হবেন। বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজের যে ছাত্রছাত্রীরা মেধা তালিকায় সুযোগ পাবেন না তারা বাকি ৪০ শতাংশ আসনের মধ্যে সুযোগ পেতে অন্য কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে পরীক্ষায় বসতে পারবেন।

Siliguri North Bengal University BA BSC Student teacher
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy